চণ্ডীতলা, 31 ডিসেম্বর: কেন্দ্রের নয়া পরিবহণ আইনের বিরুদ্ধে পথ অবরোধ করলেন ট্রাকচালকরা । নতুন আইনে চালকদের প্রতি অবিচার হয়েছে, এই অভিযোগে রবিবার সকাল সাড়ে দশটা থেকে অবরোধ শুরু হয় । যার জেরে তীব্র যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷
আইনে রয়েছে যে, রাস্তায় পথদুর্ঘটনা হলে লক্ষাধিক টাকা জরিমানা দিতে হবে ট্রাকচালককে ৷ এর প্রতিবাদেই আন্দোলন । সেই আইন মানতে নারাজ ট্রাকচালকদের অ্যাসোসিয়েশন । কেন্দ্রের চাপিয়ে দেওয়া আইন মানবেন না বলে জানিয়ে দেন ট্রাকচালকরা । ওই আইনের প্রতিবাদে রবিবার চণ্ডীতলার পাঁচঘরায় জাতীয় সড়কে অবরোধ শুরু হয় । সড়কের উপরে আড়াআড়ি ভাবে গাড়ি রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ট্রাকচালকরা ।
জাতীয় সড়কের উপরে গাছ ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয় । প্রায় দু'ঘণ্টা কেটে গিয়েছে ৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে আছে । এর ফলে বর্ষশেষের উদযাপনে রাস্তায় বেরিয়ে প্রায় হাজার হাজার মানুষ আটকে পড়েন । তীব্র যানজটের সৃষ্টি হয় । যাত্রীদের ভোগান্তি ক্রমশ বাড়তে থাকে । দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয় গোটা হাইওয়েজুড়ে ।
পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে ও আবেদন করেও অবরোধ তুলতে পারেনি । ট্রাকচালকরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন । পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের উপর ৷ তখন পালটা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় । পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে যান চলাচল স্বাভাবিক করে ।
হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশিস সেন জানান, "200 জন চালক মিলে অবরোধ করেন । ওঁদের বেশকিছু দাবি ছিল । অনুরোধ করে কিছু না হওয়ায় লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় । পুলিশকে হেনস্তা করাক চেষ্টা করা হয় । আমরা 12 জনকে গ্রেফতার করেছি । এখন জাতীয় সড়ক যানজটমুক্ত হয়ে গিয়েছে ।"