পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident: পোলবায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের - পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের

হুগলির পোলবায় একইদিনে ঘটল দুই মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ যার জেরে মৃত্যু হয়েছে তিনজনের ৷ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় (Road Accident at Polba in Hooghly)৷

Road Accident
পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের

By

Published : Jul 16, 2022, 10:14 PM IST

পোলবা, 16 জুলাই:পথ দুর্ঘটনার জেরে মৃত্যু দুইজনের ৷ যদিও দুর্ঘটনা দুটি ঘটেছে পোলবারই পৃথক জায়গায় (Road Accident at Polba in Hooghly)৷ প্রথমটি পোলবার জোড়া অশ্বথতলায়। ভাইজির বিয়ের জন্য মাংস নিয়ে বাড়ি ফিরছিলেন দাদপুরের হারিট গ্রাম পঞ্চায়েতের জেটে গ্রামের বাসিন্দা জহিরউদ্দিন মণ্ডল, তিনি 52 বছর বসয়ি। তাঁর সঙ্গে তাঁরই এক আত্মীয় ছিলেন ৷ যাঁর নাম শেখ আলি মহম্মদ ৷ তাঁর বয়য় 51 বছর। শেখ আলি মহম্মদের বাড়ি পোলবার চৌতারায়।

আলিনগর থেকে মাংস নিয়ে দু'জনে বাইকে করে ফিরছিলেন। চুঁচুড়া তারকেশ্বর রোডে জোড়া অশ্বথতলায় একটি মিনিডোরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জহিরউদ্দিনের। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পোলবা থানার পুলিশ ৷ গুরুতর আহত শেখ আলি মহম্মদকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:জাতীয় সড়কে বিধায়কের গাড়িতে লরির ধাক্কা

অন্যদিকে আরও একটি পথ দুর্ঘটনা হয় পোলবার সোনাদার মাঠে। বৈদ্যবাটির গোপিমোহন সিংহ লেনের বাসিন্দা বছর তেতাল্লিশের দেবরাজ বন্দ্যোপাধ্যায় বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন ৷ সেইসময় একটি গাড়ি ধাক্কা মারে ওই বাইকে। তিনি বাইক থেকে ছিটকে পড়ে যান রাস্তায় ৷ পুলিশ গিয়ে তাঁকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান অনেক আগেই মৃত্যু হয়েছে তাঁর।

ABOUT THE AUTHOR

...view details