পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পুলকার, চুঁচুড়ায় আহত 7 - চুঁচুড়া

চুঁচুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উলটে গেল পুলকার ৷ দুর্ঘটনায় আহত 7 ৷ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা ও কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ বাকিদের চুঁচুড়া হাসপাতালে রাখা হয়েছে ৷

পথ দুর্ঘটনা
পথ দুর্ঘটনা

By

Published : Feb 14, 2020, 1:09 PM IST

Updated : Feb 14, 2020, 9:47 PM IST

চুঁচুড়া, 14 ফেব্রুয়ারি : স্কুলে যাওয়ার পথে উলটে গেল পুলকার ৷ পোলবার কামদেবপুরে পুলকার উলটে চালক-সহ সাতজন আহত হয়েছে ৷ নয়নজুলিতে পড়ে যাওয়ার পর স্থানীয়রাই গাড়ির সকলকে উদ্ধার করে ৷ জানা যায়, চালক ছাড়া গাড়িতে ছ'জন স্কুল পড়ুয়া ছিল ৷ সকলেরই বয়স পাঁচ-ছ'বছরের মধ্যে ৷

আহতদের সবাইকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চালক পবিত্র দাসকে কল্যাণী হাসপাতাল ও তিনজন পড়ুয়াকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ পবিত্রর বক্তব্য অনুযায়ী, পিছন থেকে কোনও গাড়ি ধাক্কা মারায় পুলকারটি উলটে যায় ৷

পোলবায় পুলকার দুর্ঘটনা

শ্রীরামপুর থেকে চুঁচুড়া খাদিনামোড়ের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছিল পুলকারটি ৷ সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় ৷ পোলবা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ প্রাথমিক অনুমান, চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ৷ আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ৷

Last Updated : Feb 14, 2020, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details