হুগলি, 18 জানুয়ারি : যা নিয়ে নিত্যদিন অশান্তি লেগে থাকত তাই হাসি ফেরাল গিন্নির মুখে । আহ্লাদে আটখানা হয়ে স্বামীর সঙ্গে ক্যামেরার সামনে পোজ়ও দিলেন । লটারির টিকিটই শান্তি ফেরাল পোলবার আমপালা গ্রামের সামন্ত পরিবারে ।
গদাধর সামন্ত । পেশায় ঠিকাদার । লটারির টিকিট কাটা তাঁর নেশা । আর তা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেই থাকত । তবুও টিকিট কাটা থেকে বিরত হননি তিনি । ছেলে-মেয়েরা বুঝিয়ে সুঝিয়েও বাবাকে বাগে আনতে পারেনি ।
আর পাঁচটা দিনের মতো গতকালও গদাধরবাবু একটি টিকিট কেটেছিলেন । আর সেই টিকিটই সংসারে শান্তি নিয়ে এল । রাজহাটের মোড় থেকে মাত্র 6 টাকার টিকিটই কোটিপতি বানাল তাঁকে । বলেন, "নাগাল্যান্ড টিকিট । তাতেই কোটি টাকা পুরস্কার পাই ।" তবে টাকাটা এখনও হাত আসেনি ।