পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রায় 2 লাখ টাকা ও 63টি মোবাইল উদ্ধার - সাইবার সেল

ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে 1 লাখ 88 হাজার টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা৷ ঘটনার সাতদিনের মধ্য়েই উদ্ধার হল খোয়া যাওয়া টাকা৷ সৌজন্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেল। একইসঙ্গে উদ্ধার হল চুরি যাওয়া 63টি মোবাইল৷

wb_hgl_chandannagar syber crime_7203418
প্রতীকী ছবি

By

Published : Jan 30, 2021, 10:37 PM IST

চন্দননগর, 30 জানুয়ারি: সাতদিনের মধ্যে উদ্ধার খোয়া যাওয়া টাকা৷ সৌজন্যে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তির ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে 1 লাখ 88 হাজার 923 টাকা তুলে নেয় প্রতারকরা৷ অভিযোগ দায়ের হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেল। সাতদিনের মধ্য়েই সেই টাকা উদ্ধার করলেন সাইবার সেলের সদস্যরা৷ একইসঙ্গে উদ্ধার হল চুরি যাওয়া 63টি মোবাইল৷

পুলিশ সূত্রে খবর, 21 জানুয়ারি বিকেলে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের নাম করে উত্তরপাড়ার কোন্নগরের বাসিন্দা সুকমল দাসের মোবাইলে ফোন করে প্রতারকরা৷ নানা অজুহাতে সুকমলের ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য় সংগ্রহ করে তারা৷ তারপরই ওই ব্য়ক্তির অ্য়াকাউন্টে থাকা টাকার পুরোটাই গায়েব হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন সুকমল৷

আরও পড়ুন:কলকাতায় ব্যাগ ভর্তি 50 লাখ টাকা উদ্ধার

এসিপি (সাইবার ক্রাইম) মৌমিতা সেন জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্ত নামেন তাঁরা৷ পুরো টাকাটাই উদ্ধার করা সম্ভব হয়েছে৷ মৌমিতা জানান, প্রতি মাসে 250টি ফোন উদ্ধার করা তাঁদের টার্গেট৷ লক্ষ্যপূরণে অনেকাংশেই সফল তাঁরা৷ যার জেরে চুরি যাওয়া মোবাইলের 40 শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে৷

ABOUT THE AUTHOR

...view details