পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rathayatra of Mahesh : এ বছরও স্থগিত মাহেশের রথযাত্রা, বন্ধের মুখে গুপ্তিপাড়ার রথও - Rathayatra of Mahesh : এবছরও স্থগিত মাহেশের রথযাত্রা, বন্ধের মুখে গুপ্তিপাড়ার রথও

আগের বছর করোনা ঠেকাতে বন্ধ রাখতে হয়েছিল মাহেশের রথযাত্রা ৷ এ বছরও সেই একই পরিস্থিতি ৷ তাই এ বছরও রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাহেশের ট্রাস্টি বোর্ড ৷ মন্দিরের ভিতরেই রথযাত্রা উৎসব পালনের কথা ভাবা হচ্ছে ৷ পাশাপাশি গুপ্তিপাড়ার রথযাত্রাও এ বছর বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে ৷

এবছরও স্থগিত মাহেশের রথযাত্রা ৷
এবছরও স্থগিত মাহেশের রথযাত্রা ৷

By

Published : Jun 15, 2021, 12:44 PM IST

Updated : Jun 15, 2021, 2:34 PM IST

শ্রীরামপুর, 15 জুন : করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই মাহেশের রথযাত্রাতে স্থগিতাদেশ । শ্রীরামপুর মাহেশে ট্রাস্টি বোর্ড ও প্রশাসন মিলে এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এ বছর মাহেশের রথযাত্রা 625 বছরে পা দিয়েছে । পঞ্জিকা মতে, 12 জুলাই রথযাত্রা হওয়ার কথা ৷ মাহেশের রথযাত্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় । বর্তমানে এমনটা ঘটলে করোনা সংক্রমণ বাড়বে, তাই রথযাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি গুপ্তিপাড়ার কাঠের রথের যাত্রাও এ বছর বন্ধ হওয়ার চিন্তা ভাবনা চলছে । কারণ সেখানেও সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে ।

বর্তমানে মাহেশে যে রথটি টানা হয় সেটি লোহার ৷ 136 বছরের পুরোনো । উচ্চতা 50 ফুট ৷ রয়েছে বারোটি লোহার চাকা এবং 9টি চূড়া ৷ মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা । এই রথযাত্রাকে নিয়ে নানা গল্পের প্রচলন আছে ৷ হুগলিতে মাহেশের পাশাপাশি গুপ্তিপাড়ার রথও বিখ্যাত । গুপ্তিপাড়ার রথ কাঠের ৷ প্রতি বছরই বহু মানুষ আসেন এই দু'টি রথযাত্রা দেখতে । আগের বছর করোনার জন্য বন্ধ ছিল রথযাত্রা ৷ এ বছর করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে নাজেহাল হতে হচ্ছে সরকারকে ৷ এই পরিস্থিতিতে রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাহেশের জগন্নাথ ট্রাস্টি বোর্ড ৷ আগের বছরের মতোই মন্দিরের ভিতরেই রথযাত্রা উৎসব পালন করার কথা ভাবা হচ্ছে ৷

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছরও মাহেশের রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি বোর্ড ৷

মাহেশের মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, এবছর 625 বছরে পা দিয়েছে রথযাত্রা ৷ সোমবার মন্দিরের বোর্ডে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বছরও রথের চাকা ঘুরবে না । যে হারে করোনার সংক্রমণ ছড়াচ্ছে, তাতে মাহেশের রথযাত্রা হলে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সামাজিক দূরত্ব বিধি বজায় থাকবে না । তাই মানুষ এবং সমাজের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । গত বছরের মতোই পদব্রজে নারায়ণ শিলা নিয়ে মাহেশের মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে । তার আগে রথের চারপাশে নারায়ণ শিলা নিয়ে সাত পাক প্রদক্ষিণ করা হবে । ওখানেই দামোদর ও পুজো হবে । জগন্নাথ দেব নারায়ণের রূপ হওয়ার কারণেই সেই নারায়ণ শিলা আটদিন রেখে পুজো হবে । আবার উল্টো রথের দিন ফিরিয়ে আনা হবে ৷ জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ মন্দিরের পাশে অস্থায়ী মাসির বাড়ি করে রাখা হবে আটদিন । 24 জুন স্নানযাত্রা ও 12 জুলাই রথযাত্রা । সিদ্ধান্ত অনুযায়ী মাহেশের মন্দিরের ভিতরেই স্নানযাত্রা করা হবে । করোনার জন্যই এ বছরেও মাহেশের স্নানযাত্রা মন্দিরের বাইরে করা সম্ভব নয় ৷

আরও পড়ুন : বুধে খুলছে অফিস- হোটেল-রেস্তরাঁ, আর কীসে কীসে ছাড় ?

Last Updated : Jun 15, 2021, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details