শ্রীরামপুর, 15 জুন : করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই মাহেশের রথযাত্রাতে স্থগিতাদেশ । শ্রীরামপুর মাহেশে ট্রাস্টি বোর্ড ও প্রশাসন মিলে এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এ বছর মাহেশের রথযাত্রা 625 বছরে পা দিয়েছে । পঞ্জিকা মতে, 12 জুলাই রথযাত্রা হওয়ার কথা ৷ মাহেশের রথযাত্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় । বর্তমানে এমনটা ঘটলে করোনা সংক্রমণ বাড়বে, তাই রথযাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি গুপ্তিপাড়ার কাঠের রথের যাত্রাও এ বছর বন্ধ হওয়ার চিন্তা ভাবনা চলছে । কারণ সেখানেও সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে ।
বর্তমানে মাহেশে যে রথটি টানা হয় সেটি লোহার ৷ 136 বছরের পুরোনো । উচ্চতা 50 ফুট ৷ রয়েছে বারোটি লোহার চাকা এবং 9টি চূড়া ৷ মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা । এই রথযাত্রাকে নিয়ে নানা গল্পের প্রচলন আছে ৷ হুগলিতে মাহেশের পাশাপাশি গুপ্তিপাড়ার রথও বিখ্যাত । গুপ্তিপাড়ার রথ কাঠের ৷ প্রতি বছরই বহু মানুষ আসেন এই দু'টি রথযাত্রা দেখতে । আগের বছর করোনার জন্য বন্ধ ছিল রথযাত্রা ৷ এ বছর করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে নাজেহাল হতে হচ্ছে সরকারকে ৷ এই পরিস্থিতিতে রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাহেশের জগন্নাথ ট্রাস্টি বোর্ড ৷ আগের বছরের মতোই মন্দিরের ভিতরেই রথযাত্রা উৎসব পালন করার কথা ভাবা হচ্ছে ৷