পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

COVID যোদ্ধাদের রাখি, মাস্ক বিলি - হুগলিতে কোভিড যোদ্ধাদের শ্রদ্ধা

চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী সবার হাতে রাখি পরালেন কোরোনা আক্রান্তরা ৷ শ্রীরামপুর শ্রমজীবী COVID হাসপাতালের ঘটনা ৷

Covid warriors
কোভিড যোদ্ধাদের শ্রদ্ধা

By

Published : Aug 4, 2020, 6:08 AM IST

Updated : Aug 4, 2020, 6:34 AM IST

শ্রীরামপুর, 4 অগাস্ট : COVID যোদ্ধাদের রাখি পরিয়ে উৎসব পালন কোরোনা রোগীদের। কোরোনা রোগীদের ত্রাতা হয়ে প্রাণ বাঁচাচ্ছেন চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। তাই তাঁদের সাহস ও শ্রদ্ধা জানাতে রাখি পরালেন রোগীরা। শ্রীরামপুর শ্রমজীবী COVID হাসপাতালে আক্রান্তরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি পরিয়ে দেন।

এছাড়াও কোরোনা আতঙ্কের মধ্যেই বন্ধনের উৎসব পালন করল বিভিন্ন প্রতিষ্ঠান। চুঁচুড়া আরোগ্য তাদের রাখি বন্ধন উৎসব বাতিল করে COVID নিয়ে মানুষকে সচেতন করে। দুজন COVID জয়ীকে নিয়ে সংস্থার সদস্যরা রাস্তায় লিফলেট বিলি করেন। COVID-কে হারাতে সচেতনতা এবং সাবধানতা জরুরি। সেই কথা বাজার এলাকায় প্রচার করা হয়।

COVID যোদ্ধাদের রাখি পরিয়ে উৎসব পালন
শ্রমজীবী হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের রাখি পরিয়ে দেন উত্তরপাড়ার বাসিন্দা দেব কুমার দাস । তিনি সম্প্রতি কোভিড জয় করে বাড়ি ফিরেছেন। সেই জন্য রাখির উৎসবের দিনেই শ্রমজীবী হাসপাতালের সবাইকে বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ান। রাখি বন্ধন পালন করল চন্দননগর পুলিশ। রিষড়ায় DC ঈশানী পাল পথ চলতি মানুষকে রাখি পরিয়ে দেন। রিষড়া থানার সামনে মঞ্চ বেঁধে রাখি বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে বিভিন্ন ধর্মের মানুষকে একত্রিত করা হয়। DC জানান, রাখি বন্ধন সম্প্রীতির। আর এই সময় মানুষকে সচেতন থাকতে হবে। তাই মাস্ক পরতে হবে। মাস্কের আদলে রাখি হাতে হাতে পরিয়ে দেওয়ার পাশাপাশি মাস্কও তুলে দেওয়া হয়।শ্রমজীবী হাসপাতালের পক্ষ থেকে গৌতম সরকার বলেন, "কোরোনা আতঙ্কের মধ্যেই ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেল এই COVID হাসপাতালে। চিকিৎসাধীন রোগীরা চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের ভ্রাতৃত্ব ও বন্ধু জ্ঞানে রাখি পরালেন। তাঁরা যেভাবে রোগীদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা করছেন তাতে আমরাও অভিভূত।"

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ইন্দ্রজিৎ দত্ত বলেন, "কোরোনা মুক্ত রোগীরা সচেতনতার প্রচারে এগিয়ে এসেছেন। তাঁদের উৎসাহে আমরা রাখি বন্ধন উৎসব বাতিল করে কোরোনা সচেতনা প্রচারের জন্য চুঁচুড়া শহরের জন বহুল এলাকায় প্রচার করি।"

Last Updated : Aug 4, 2020, 6:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details