শ্রীরামপুর, 4 অগাস্ট : COVID যোদ্ধাদের রাখি পরিয়ে উৎসব পালন কোরোনা রোগীদের। কোরোনা রোগীদের ত্রাতা হয়ে প্রাণ বাঁচাচ্ছেন চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। তাই তাঁদের সাহস ও শ্রদ্ধা জানাতে রাখি পরালেন রোগীরা। শ্রীরামপুর শ্রমজীবী COVID হাসপাতালে আক্রান্তরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি পরিয়ে দেন।
COVID যোদ্ধাদের রাখি, মাস্ক বিলি
চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী সবার হাতে রাখি পরালেন কোরোনা আক্রান্তরা ৷ শ্রীরামপুর শ্রমজীবী COVID হাসপাতালের ঘটনা ৷
এছাড়াও কোরোনা আতঙ্কের মধ্যেই বন্ধনের উৎসব পালন করল বিভিন্ন প্রতিষ্ঠান। চুঁচুড়া আরোগ্য তাদের রাখি বন্ধন উৎসব বাতিল করে COVID নিয়ে মানুষকে সচেতন করে। দুজন COVID জয়ীকে নিয়ে সংস্থার সদস্যরা রাস্তায় লিফলেট বিলি করেন। COVID-কে হারাতে সচেতনতা এবং সাবধানতা জরুরি। সেই কথা বাজার এলাকায় প্রচার করা হয়।
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ইন্দ্রজিৎ দত্ত বলেন, "কোরোনা মুক্ত রোগীরা সচেতনতার প্রচারে এগিয়ে এসেছেন। তাঁদের উৎসাহে আমরা রাখি বন্ধন উৎসব বাতিল করে কোরোনা সচেতনা প্রচারের জন্য চুঁচুড়া শহরের জন বহুল এলাকায় প্রচার করি।"