পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উর্দি খুলে জেলের ভাত খাওয়াব পুলিশকে, হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের - cutmoney

আজ হুগলিতে পুলিশ কমিশনারের অফিসে ডেপুটেশন দিল জেলা BJP ৷ সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা, পুলিশের ভূমিকা সহ একাধিক ইশুতে আক্রমণ করেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পুলিশের উর্দি খুলে নেব আর জেলের ভাত খাওয়াব ৷ কেউ রুখতে পারবে না ৷"

ফাইল ফোটো

By

Published : Jul 22, 2019, 6:28 PM IST

Updated : Jul 23, 2019, 4:02 PM IST

চুঁচুড়া, 22 জুলাই : তৃণমূলের দুর্নীতি এবং মিথ্যা মামলায় BJP কর্মীদের ফাঁসানোর অভিযোগে হুগলিতে পুলিশ কমিশনারের অফিসে ডেপুটেশন দিল জেলা BJP ৷ নেতৃত্বে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা, পুলিশের ভূমিকা সহ একাধিক ইশুতে আক্রমণ করেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পুলিশের একাংশ তৃণমূলের কাটমানিখোর নেতাদের হয়ে কাজ করছেন ৷ ভাগ বাঁটোয়ারা পাচ্ছেন ৷ আইন মানছেন না ৷ তাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি দয়া করে শুধরে যান ৷ নইলে কিন্তু আমরা শুধরে দেব ৷ আগামীদিন ওই খাকি উর্দি খুলে নেব আর জেলের ভাত খাওয়াব ৷ কেউ রুখতে পারবে না ৷ যত বড় IPS অফিসার হোক কোনও ছাড় যাবে না ৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, আর তোমরা তৃণমূলের কাটমানি নিয়ে তাদের দালালি করছ ৷"

রাজু বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "BJP-র কথা শুনতে হবে না ৷ আইনের শাসন প্রতিষ্ঠা করুন ৷ আগামীদিনে প্রত্যেক মামলার আলাদা আলাদা তদন্ত করব আমরা ৷ আদালতে দোষী সাব্যস্ত হলে জেলের ঘানি টানাব । সে যত বড় পুলিশের অফিসার হোক না কেন । " কিন্তু তৃণমূলের বক্তব্য, পশ্চিমবঙ্গে অশান্তি করছে BJP ৷ কী বলবেন? তাঁর বক্তব্য, "তাহলে আমরা শক্তিশালী হয়ে গেছি । অশান্তির Ph.D তো তৃণমূল করেছে । অশান্তি ছড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আসলে নির্বাচনে মানুষের রায় তিনি মেনে নিতে পারছেন না ৷ তাঁর বুকে প্রতিশোধের আগুন জ্বলছে ৷ তাই গুন্ডা, মাফিয়া, পুলিশ দিয়ে সাধারণ মানুষকে খুন করছে ৷ BJP নেতাদের ভয় দেখাচ্ছে ৷"

ভিডিয়োয় শুনুন রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

গতকালের সভায় মমতার ব্ল্যাকমানি নিয়ে আক্রমণ প্রসঙ্গে রাজুবাবু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই কাটমানির কথা বলেছেন ৷ আবার ব্ল্যাকমানির কথা বলছেন ৷ যারা কাটমানি নেয় তারাই তো ব্ল্যাকমানি নেয়৷ তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন ৷ এমনিতেই সব নেতাদের ব্ল্যাকমানি নিয়ে পেট মোটা হয়ে গেছে ৷ আর সবচেয়ে বেশি ব্ল্যাকমানি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ পিসি আগে ভাইপোকে শাস্তি দাও না৷ আগে ভাইপোর ব্ল্যাকমানি উদ্ধার কর৷ তারপর BJP-র বিরুদ্ধে আন্দোলনে নামবে ৷"

আজকের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুবীর নাগ । চুঁচুড়া ঘড়ির মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনারের অফিসের গেটের সামনে এসে হাজির হন BJP কর্মী-সমর্থকরা ।

Last Updated : Jul 23, 2019, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details