হুগলি, 11 মার্চ: ভোরের ট্রেন প্রায় রোজই বাতিল হওয়ায় ও দেরি করায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা ৷ বিক্ষোভে উত্তাল হল নসিবপুর স্টেশন (Rail blocked at Nasibpur)। শুক্রবার ভোর থেকে শেওড়াফুলি-আরামবাগ শাখার নসিবপুর স্টেশনে রেল অবরোধ চলে দীর্ঘক্ষণ (train cancellation, delay)।
অভিযোগ, ট্রেন চলছে অনিয়মিত, ভোরের দিকে বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকছে । যার জেরে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা কৃষিজাত পণ্য নিয়ে যেতে পারছেন না পাইকারি বাজারে । তার উপর মাধ্যমিক পরীক্ষার দিনও ট্রেন দেরিতে (Hooghly news) আসায় প্রবল অসুবিধায় পড়তে হয় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের । এই অভিযোগেই শুক্রবার ভোর থেকে যাত্রী বিক্ষোভ শুরু হয় । দীর্ঘক্ষণ চলে রেল অবরোধ । অবরোধের জেরে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে । দুর্ভোগে পড়েন যাত্রীরাও । ঘটনাস্থলে হাজির হয় রেলপুলিশ । পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে ।
আরও পড়ুন:Rail Blockade : চালু হচ্ছে না লোকাল ট্রেন, বগির সংখ্যা বাড়ানোর দাবিতে শিয়ালদা-হাসনাবাদ শাখায় অবরোধ