পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rail blockade: ট্রেন বাতিলের প্রতিবাদে প্রায় 3 ঘন্টা রেল অবরোধ খন্যান স্টেশনে - passenger

থার্ড লাইনে কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রেলের (train cancelled) ৷ যার প্রতিবাদে খন্যান স্টেশনে প্রায় 3 ঘন্টা রেল অবরোধ (Rail blockade) করে নিত্য যাত্রীরা ৷

Rail blockade in Khanyan station to protest train cancellation
Rail blockade

By

Published : Sep 5, 2022, 2:12 PM IST

Updated : Sep 5, 2022, 3:14 PM IST

হুগলি, 5 সেপ্টেম্বর: সোমবার সকালে ট্রেন অবরোধ করা হয় খন্যান রেল স্টেশনে (Rail blockade in Khanyan station) ৷ যার ফলে ভোগান্তিতে পড়ে নিত্য যাত্রীরা । প্রায় 3 ঘন্টা চলার পর সেই অবরোধ উঠে যায় ৷

শক্তিগড় থেকে রসুলপুর থার্ড লাইন এবং নন ইন্টারলকিং-এর কাজ চলায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয় । এর ফলে হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে । কাজের জন্যে প্রায় 20 টির মতো ট্রেন বাতিল করেছে রেল । এর ফলে সকালে ও রাতের দিকে কোনও ট্রেন নেই । নিত্যদিনের দিনমজুর থেকে অফিস যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে ।

শনিবার থেকেই এই সমস্যার শিকার হতে হচ্ছে যাত্রীদের । তাই আজ সকাল সাড়ে সাতটা থেকে রেল অবরোধে নামে যাত্রীরা । খন্যান স্টেশনে ডাউন ট্রেন ঢোকার আগে বিক্ষোভ শুরু হয় । গেটের আগে ট্রেন আটকে দেওয়ার জন্য স্টেশন রোড বন্ধ হয়ে যায় । বিক্ষোভকারীরা ট্রেনের সমস্ত যাত্রীদের নামিয়ে দেয় । ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় । মহিলা কামরার যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ ।

ঘটনাস্থলে আসেন রেল পুলিশ ও পাণ্ডুয়া থানার আধিকারিকরা । তাতে সামান্য উত্তেজনার সৃষ্টি হয় । তবে বিক্ষোভের কারণে আজকে সমস্ত মেল ট্রেনকে লোকাল ট্রেন করা হয়েছে এবং আগামিকাল থেকে ট্রেন সংখ্যা বাড়ানো হবে বলে খবর রেল সূত্রে খবর ।

যাত্রী (passenger) বৈদ্যনাথ চক্রবর্তী বলেন, "সকালে ও রাতে বাড়ি ফেরার সময় ট্রেন অবরোধের ফলে আমরা যারা দিন মজুর, কারখানায় কাজ করি নিত্যদিন সমস্যায় পড়ছি । আমাদের দাবি, সকাল 10 টা পর্যন্ত ও রাতে ফেরার সময় লাস্ট ট্রেন চালু রাখা হোক । জানি আমাদের সুবিধার জন্য বিক্ষোভ করা হচ্ছে । তবে যাতায়াতের জন্য সঠির সময়ে ট্রেনের ব্যবস্থা করতেই হবে । নাহলে অবরোধ হবে ।"

ট্রেন বাতিলের প্রতিবাদে প্রায় 3 ঘন্টা রেল অবরোধ খন্যানে

অবরোধের নামে পাথর ছোঁড়ার বিরোধিতা করেন মহিলা কামরার যাত্রীরা । রাখি চট্টোপাধ্যায় বলেন, "আমাদের প্রতিদিন সমস্যা হচ্ছে । আমরাও প্রতিবাদ করছি । কিন্তু পাথর ছুড়ে ও ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দিলে কি সমস্যা ঠিক হয়ে যাবে ? আমরাও চাই ট্রেন বাতিল না হোক ।"

আরও পড়ুন:গোলাপসুন্দরী সেজে বাল্য বিবাহ রোধে রাস্তায় প্রচারে খানাকুলের প্রধান শিক্ষক

পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী বলেন, "প্রি ইন্টার লকিং-এর জন্য 3 থেকে 13 সেপ্টেম্বর আর নন ইন্টারলকিং-এর জন্য 14 থেকে 16 তারিখ পর্যন্ত অনেক ট্রেন বাতিল করা হয়েছে । সিডিউলড ট্রেন চলবে না । কাজ শেষ হলে ব্যাণ্ডেল থেকে বর্ধমান ট্রেনের গতি বাড়বে ৷ কোনও সমস্যা ছাড়াই চলবে ট্রেন ।"

Last Updated : Sep 5, 2022, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details