চন্দননগর, 8 এপ্রিল : মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তড়িঘড়ি ছানা-দুধ জোগাড় করে মিষ্টি বানানো শুরু করে দিয়েছিলেন চন্দননগরের ব্যবসায়ী । আগের দিন রাত থেকেই চলছিল মিষ্টির তৈরির কাজ । এদিকে হঠাৎই দোকানে হানা দেয় পুলিশ । প্রথমে কিছু জিজ্ঞাসাবাদ করে । অভিযোগ, দোকানের সমস্ত মিষ্টি, ঘি নিয়ে চলে যায় পুলিশ । নিয়ে যায় দোকানে রাখা ঠান্ডা পানীয়ও । চন্দননগর যুগিপুকুরের ঘটনা । ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী ।
লকডাউনের জেরে চন্দননগরের মিষ্টির দোকান বন্ধ ছিল এক সপ্তাহ । ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন দুধ-ছানা ব্যবসায়ী থেকে মিষ্টি দোকানিরা । এর মাঝে 31 মার্চ থেকে মিষ্টির দোকান কয়েক ঘণ্টার জন্য খোলা থাকবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেইমতো 30 তারিখ রাতে চন্দননগর যুগিপুকুরের মিষ্টির কারখানায় কাজ শুরু করেছিলেন খোকন সাহা । অভিযোগ, সেই রাতেই দোকানে হানা দেয় পুলিশ । পলিথিনে করে নিজেরাই সব মিষ্টি তুলে নিয়ে যায় থানায়। পাশাপাশি একজন কর্মীকে থানায় নিয়ে গিয়ে রাত পর্যন্ত হেনস্থাও করা হয়।