সিঙ্গুর, 27 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে আগামিকাল সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার আগে সিঙ্গুরের তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের সঙ্গে যোগাযোগ করল ইটিভি ভারত ৷ সেই মনোরঞ্জন মালিক ৷ যিনি গতবার তৃণমূলের কর্মী হয়েও, নির্দলপ্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন ৷ যার পরে তাঁর সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, মনোরঞ্জন মালিক অভিযোগ করলেন, তাঁকে ফাঁসিয়েছেন মাস্টার মশাই তথা সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং তৃণমূলের নেতা তপন দাশগুপ্ত (Rabindranath Bhattacharya and Tapan Dasgupta Allegedly Trap Manoranjan Malik) ৷
কিন্তু, কেন এমনটা বলছেন মনোরঞ্জন মালিক ? তাঁর অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তৎকালীন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং তপন দাশগুপ্তর কথায় ৷ তাঁরা নাকি, মনোরঞ্জন মালিককে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াতে বলেছিলেন ৷ তাও আবার বাড়ি গিয়ে সেই অনুরোধ করেছিলেন মাস্টারমশাই এবং তপন দাশগুপ্ত ৷ কিন্তু, নির্বাচনের আগে মনোরঞ্জন মালিককে তৃণমূলের তরফে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলা হয় ৷ তবে, দলের সেই কথা শোনেননি তিনি ৷ তৃণমূল তাঁর থেকে সমর্থন তুলে নেয় ৷ ফলে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন ৷
এ নিয়ে মনোরঞ্জন মালিকের দাবি, তিনি মনোনয়ন প্রত্যাহার না করলেও ভোটের প্রচার করেননি ৷ এমনকি ভোটেরদিন নির্বাচন নিয়ে মাথাও ঘামাননি ৷ কিন্তু, তা সত্ত্বেও তৃণমূলের তরফে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করা হয় ৷ তাপসী মালিকের বাবার অভিযোগ, পরবর্তী সময়ে মন্ত্রী বেচারাম মান্নার চক্ষুশূল হয়েছিলেন তিনি ৷ কিন্তু, কেন তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি ? সেই প্রশ্নের কোনও জবাব দেননি মনোরঞ্জন মালিক ৷