হুগলি, 7 জুন : কামারকুণ্ডু রেলওয়ে ফ্লাইওভার মুখ্যমন্ত্রীর উদ্বোধন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক । বিজেপির একাধিক নেতা রেলের অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন । সেই ফ্লাইওভারের কাজের মান নিয়ে এবার প্রশ্ন উঠেছে । সোমবার রাতে কামারকুণ্ডু ফ্লাই ওভারের দুই দিকে রাস্তার এক অংশ বসে যায় । প্রায় 4 ফুট জায়গা জুড়ে 2 ইঞ্চি গভীরতা দেখা গিয়েছে । গাড়ির চাকায় দাগও রয়েছে বলে জানা গিয়েছে (Kamarkundu Flyover)। তাহলে কী দু'বছর ধরে তৈরি হওয়া ফ্লাইওভারের কাজে কোনও গাফিলতি রয়েছে ? কী কারণে এই নতুন ব্রিজের পিচ চাকার চাপে উঠে গেল সেই নিয়ে পর্যালোচনাও শুরু হয়েছে ।
পিডব্লিউডি হাইওয়ে ইঞ্জিনিয়াররা সরজমিনে দেখার পরই সেটা পরিষ্কার হবে । গত শুক্রবার এই ফ্লাইওভারের উদ্বোধন করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এরপরই রেল কর্তৃপক্ষকে বাদ দিয়ে উদ্বোধন করা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তবে ইঞ্জিনিয়ারের একাংশের মতে কোনও দ্রব্য পড়ার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে । তাপ ও ওভার লোডিংয়ের চাপে ব্রিজের পিচ উঠার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে ।