পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাড়ায় করা যাবে না কোয়ারানটিন সেন্টার, বিক্ষোভ তারকেশ্বরে

পাড়ায় করা যাবে না কোনও কোয়ারানটিন সেন্টার, এই দাবিতে তারকেশ্বরে বিক্ষোভ দেখান চাঁদুর গ্রামের কয়েকশ গ্রামবাসী। তাদের দাবি চাঁদুর প্রাথমিক স্কুলে কোয়ারানটিন সেন্টার করার পর্যাপ্ত পরিকাঠামো নেই । এছাড়া গ্রামে সংক্রমণের ও ভয় আছে ।

Image
Quarantine centre

By

Published : Jun 4, 2020, 11:40 PM IST

Updated : Jun 5, 2020, 6:54 AM IST

তারকেশ্বর, 4 জুন: পাড়ায় কোনও কোয়ারানটিন সেন্টার করা যাবে না, এই দাবি নিয়ে বিক্ষোভ তারকেশ্বরে। প্রশাসনের পক্ষ থেকে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কোয়ারানটিনে রাখার জন্য তারকেশ্বরের চাঁদুর প্রথমিক বিদ্যালয়কে চিহ্নিত করা হয় । গ্রামবাসীরা এই খবর জানতে পেরে আজ বিকালে বিক্ষোভ দেখতে শুরু করেন।

জানা গেছে ওই এলাকায় মহারাষ্ট্র থেকে দু জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরেন । তাদের কোয়ারানটিনে রাখা হয় ওই স্কুলে । এরপরই স্কুুুলে কোয়ারানটিন সেন্টার করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়নি বলে অভিযোগ তুলে স্কুলের ইলেকট্রিক লাইন কেটে দেন গ্রামবাসীরা । গতকাল ওই স্কুলে কোয়ারানটিনে থাকা দুজন ব্যক্তি বাড়ি ফিরে যান । গ্রামবাসীদের অভিযোগ আলাদা করে জলের ব্যবস্থা করা নেই অন্যান্য সুযোগ-সুবিধাও তৈরি করা হয়নি।

তাদের আরো দাবি এলকায় বহু মানুষের বসবাস । ফলে কোয়ারানটিন সেন্টারের কেউ কোরোনা আক্রান্ত হলে এলাকায় সংক্রমন ছড়িয়ে পড়তে পারে।

বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনাস্থনে যান তারকেশ্বর থানার পুলিশ এবং পৌরসভার পৌর প্রশাসক স্বপন সামন্ত। পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

পৌর প্রশাসক স্বপন সামন্ত বলেন," ভুল বোঝাবুঝি থেকে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, গ্রামের মানুষ কে বোঝানো হয় এবং সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এখনই ওই স্কুলটিকে কোয়ারানটিন সেন্টার করা হবে কিনা তা প্রশাসনিক স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Last Updated : Jun 5, 2020, 6:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details