পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DJ-র তালে উদ্দাম নাচ, শিকেয় সামাজিক দূরত্ব; গ্রেপ্তার 15 - Uttarpara

চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর বলেন, ওই ক্লাবগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Uttarpara
উত্তরপাড়া

By

Published : Oct 28, 2020, 1:26 PM IST

উত্তরপাড়া, 28 অক্টোবর : DJ বাজিয়ে প্রতিমা নিরঞ্জন । শিকেয় উঠল সামাজিক দূরত্ব ৷ ঘটনায় গ্রেপ্তার দশজন । হুগলির উত্তরপাড়ার মাখলা অগ্রদূত সর্বজনীনের ঘটনা ৷ যদিও পুজো কমিটির দাবি, সামাজিক দূরত্ব মেনেই তারা বিসর্জনে শামিল হয় ৷ DJ নয়, নর্মাল বক্স বাজানো হয়েছিল বলেও দাবি করে তারা ৷

মঙ্গলবার রাতে উত্তরপাড়া মাখলায় 23 নম্বর ওয়ার্ডে প্রশাসনের নির্দেশকে অমান্য করে DJ বাজানোর অভিযোগ ওঠে উত্তরপাড়ার মাখলা অগ্রদূত সর্বজনীন ক্লাবের বিরুদ্ধে ৷ যদিও প্রশানের তরফে বার বার কোরোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু, কোরোনার কোনও বিধিই মানা হয়নি বলে অভিযোগ ওঠে ৷ মুখে মাস্ক ছাড়াই DJ-র তালে উদ্দাম নাচতে দেখা যায় পুজো কমিটির সদস্যদের ৷ এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পুজো কমিটির সদস্যদের দাবি, সামাজিক দূরত্ব মেনে তাঁরা নিরঞ্জনে শামিল হন ৷ এপ্রসঙ্গে পুজো কমিটির সদস্য চন্দ্রশেখর রায় বলেন, "আমরা মাইক বাজিয়ে নিরঞ্জন করিয়েছি । মাইক নিয়ে আমাদের কোনও অভিযোগ জানায়নি কেউই । প্রশাসনের তরফেও এবিষয়ে কিছু বলা হয়নি । "

অপরদিকে, কোন্নগরে আরও একটি পুজো কমিটির পাঁচজনকে গ্রেপ্তার করে চন্দননগর থানার পুলিশ ৷ অভিযোগ, কোন্নগরের শকুন্তলা সর্বজনীন দুর্গাপুজো কমিটিও গতরাতে সামাজিক দূরত্ব না মেনেই শামিল হয় নিরঞ্জনে ৷ অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি ৷ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

DJ বাজিয়ে চলছে উদ্দাম নাচ, দেখুন ভিডিয়ো

এবিষয়ে, চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর বলেন, ওই ক্লাবগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details