বৈদ্যবাটি, 31 জুলাই: জনসংযোগ করুক বা ওয়েবসাইট খুলুক, তৃণমূল কংগ্রেসের ভাগ্য আর ফিরবে না ৷ কিছুদিন পর দলটাই উঠে যাবে ৷ তৃণমূলের জনসংযোগ কর্মসূচি নিয়ে কটাক্ষ BJP নেতা সায়ন্তন বসুর ৷
গতকাল দলীয় কর্মিসভায় যোগ দিয়ে সায়ন্তন বলেন, "জনগণ তৃণমূলের সঙ্গে নেই ৷ আমি তৃণমূল নেতাদের পরামর্শ দেব, এসব যাত্রা থেকে এখন বিরত থাকুন ৷ বাড়ি বাড়ি এখন না যাওয়াই ভালো ৷ মানুষ এখন তৃণমূলের উপর ক্ষিপ্ত হয়ে আছেন ৷ যারা অত্যাচারের শিকার হয়েছেন, তাঁরা এখন ক্ষিপ্ত ৷ তৃণমূল কংগ্রেস জনসংযোগ করুক, ওয়েবসাইট করুক! তৃণমূল কংগ্রেসের ভাগ্য আর ফিরবে না ৷ বড় দেরি হয়ে গেছে ৷" কাটমানি ইশুতে সায়ন্তন বসু বলেন, "কিছুদিন অপক্ষা করুন ৷ তৃণমূল দলটি কাটমানি খাইয়ে কিছু গুন্ডা-মস্তান, সমাজবিরোধী, মাফিয়া আর পুলিশের সহায়তায় বেঁচে আছে ৷ যত দিন যাবে, তৃণমূল মানুষের থেকে সরে যাবে ৷ দলটি উঠে যাবে ৷"