হুগলি, 25 সেপ্টেম্বর: এশিয়াড সেরা ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷ শ্রীলঙ্কাকে 19 রানে হারিয়ে সোমবার সোনা জিতেছে ভারতের মেয়েরা ৷ আর এই জয়ে যাঁর অন্যতম অবদান, সেই বাংলার তিতাস সাধুর বাড়ি হুগলির চুঁচুড়ায় উৎসবের মেজাজ ৷ তিতাসের জন্মদিনের 4 দিন আগে তাঁর সাফল্যে উচ্ছ্বসীত ছোটবেলার কোচ থেকে শুরু করে বাবা রণদীপ সাধু এবং পরিবারের অন্যান্য সদস্যরা ৷ এশিয়ান গেমসের ফাইনালে 4 ওভারে একটা মেডেন-সহ 6 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন তিতাস ৷ এদিন মেয়ের এই অসাধারণ পারফরম্যান্সে প্রতিক্রিয়ায় বাবা রণদীপ সাধু জানালেন, বাবা হিসেবে এটা তাঁর কাছে খুব গর্বের বিষয় ৷
অনূর্ধ্ব-19 মহিলা বিশ্বকাপ দলে সুযোগ ও চ্যাম্পিয়ন হওয়া ৷ এরপর এশিয়াডে জাতীয় দলে সুযোগ পেয়ে তা দু’হাতে লুফে নিলেন হুগলির তিতাস সাধু ৷ আর তিতাসের এই সাফল্য নিয়ে তাঁর বাবা রণদীপ সাধু বলেন, ‘‘আমার মনে হয় ও ভালো বল করেছে সেটাই বড় কথা ৷ ম্যাচে মাথা ঠান্ডা রেখে শ্রীলঙ্কার ক্যাপ্টেনের উইকেট নেওয়াটা সত্যি আনন্দের ৷ আর সবচেয়ে বড় কথা তিতাস এশিয়ান গেমসের মতো এত বড় জায়গায় পারফরম্যান্স করে তাঁর যোগ্যতা প্রমাণ করেছে ৷ বাবা হিসেবে সেটাই কাজ আমার কাছে আনন্দের বিষয় ৷ আগামিদিনে ওকে লক্ষ্য স্থির রাখতে হবে ৷ খেলার ব্যাপারে আরও বেশি সিরিয়াস হতে হবে ৷’’