হুগলি , 8 এপ্রিল : হকার উচ্ছেদকে ঘিরে বিক্ষোভ। হুগলি স্টেশনে একটি চায়ের স্টল ফেলে দেওয়ার পরই হকারদের আন্দোলন শুরু হয়(Hawkers Agitation) । শুক্রবার হুগলি স্টেশনে হকার উচ্ছদে নিয়ে উত্তেজনা ছড়ায় ।
আরপিএফ হকার উচ্ছেদ করতে এলে কয়েকশো হকার জড়ো হয় । স্টেশনের স্টল তুলে ফেলতে গেলে বাধা দেওয়া হয় । দুটি ভেন্ডার স্টল তুলে প্লাটফর্ম থেকে ফেলে দেয় । হকারদের অভিযোগ, যখন তখন ধরে জরিমানা করা হচ্ছে । ক্রিমিনাল কেস দিচ্ছে রেল পুলিশ । ট্রেনে হকারি করে যেসব মানুষের রুজি রুটি চলে আরপিএফ তাদের উপর জোর জুলুম করছে । তাই ঘন্টাখানেক ধরে বিক্ষোভ চলতে থাকে । আরপিএফ-এর সামনেই ফেলে দেওয়া স্টল তুলে আবার প্ল্যাটফর্ম বসিয়ে দেয় হকাররা । আরপিএফ লাঠি চার্জ করলে বা জোরজুলুম করলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়ে দেয় হকাররা ।