পাণ্ডুয়া, 23 জুন : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার ৷ প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর ৷ দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকাদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার সোমরাগড়ি গ্রামে ৷ অভিযোগ পেয়ে এদিন ওই কেন্দ্রে পৌঁছন পাণ্ডুয়ার বিডিও সাথী চক্রবর্তী, সিডিপিও, পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী-সহ অন্যান্য আধিকারিকরা ৷
স্থানীয়দের অভিযোগ, গ্রামের অন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের থেকে এখানে খারাপ খাবার দেওয়া হয় ৷ অনেক বার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি ৷ অন্যান্য কেন্দ্রগুলিতে খিচুড়ি-সবজি দেওয়া হলেও এখানে শুধু গলা ভাত এবং পাতলা জলের মতো ডাল দেওয়া হয় ৷ সহায়িকা এবং দিদিমণিরা সময়মতো কেন্দ্রে আসেন না বলেও অভিযোগ উঠেছে ।
যদিও সহায়িকা ও দিদিমণিরা একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন । সহায়িকা জয়াবতী প্রামাণিক জানান, তিনি ছ'মাস আগে এই কেন্দ্রে এসেছেন । তার আগে কী হয়েছে, তা তাঁর জানা নেই । তিনি বলেন, ‘‘দিদিমণি দেরি করে আসেন এবং তাঁর বাড়ি থেকে খাবার নিয়ে আসেন । আমি রান্না করি । অতি নিম্নমানের খাবার দেওয়া হয় বাচ্চাদের । তিনি নিজেই খাবার চুরি করে নিয়ে যান । আমায় ব্যাগ আনতেও দেন না ।’’