পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Baidyabati GT Road Blocked কালীপুজোর বেদিতে প্রয়াত তৃণমূল সাংসদের মূর্তি বসানোর প্রতিবাদ, বৈদ্যবাটিতে জিটি রোড অবরোধ - কালীপুজোর বেদি

কালীপুজোর বেদিতে প্রয়াত তৃণমূল সাংসদের মূর্তি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা (Protest Against Statue Installation of Late MP Akbar Ali Khondkar) ৷ প্রতিবাদে বৈদ্যবাটি জিটি রোড অবরোধ করলেন স্থানীয়রা (Baidyabati GT Road Blocked) ৷ অভিযোগ স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা এই কাজ করছে ৷

protest-against-statue-installation-of-late-mp-akbar-ali-khondkar-on-kali-puja-altar-in-baidyabati
Protest Against Statue Installation of Late MP Akbar Ali Khondkar

By

Published : Aug 21, 2022, 9:34 PM IST

বৈদ্যবাটি, 21 অগস্ট: কালীপুজোর বেদিতে প্রয়াত তৃণমূল সাংসদ আকবর আলি খন্দকরের মূর্তি বসানোর অভিযোগ বৈদ্যবাটিতে (Protest Against Statue Installation of Late MP Akbar Ali Khondkar) ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বৈদ্যবাটির গভর্মেন্ট কোয়ার্টার এলাকায় ৷ প্রতিবাদে স্থানীয়রা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান (Baidyabati GT Road Blocked) ৷ শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ অবরোধ তুলতে গেলে, তাঁদেরও ঘেরাও করে স্থানীয়রা ৷ অভিযোগ, কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা প্রশাসন ও পৌরসভার অনুমতি ছাড়াই প্রায় 200 বছরের কালীপুজোর বেদিতে আকবর আলি খন্দকরের মূর্তি বসানোর পরিকল্পনা করেছেন ৷

স্থানীয়দের অভিযোগ প্রায় 200 বছর ধরে ওই বেদিতে রক্ষাকালী এবং 30 বছর ধরে শ্যামা কালীর পুজো হচ্ছে ৷ কিন্তু, তা সত্ত্বেও বৈদ্যবাটি পৌরসভার 22 নং ওয়ার্ডের কয়েকজন তৃণমূল নেতা কারও মতামত না নিয়েই ওই বেদিতে প্রয়াত সাংসদ আকবর আলি খন্দকরের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভার চেয়ারম্যানকে স্থানীয়রা বিষয়টি জানান ৷ তাঁদের বক্তব্য, এ নিয়ে পৌরসভার কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ ফলে প্রশ্ন উঠছে, প্রশাসন জানে না অথচ তৃণমূলের কয়েকজন নেতা সাংসদের মূর্তি স্থাপন করাচ্ছেন ৷ তাও আবার প্রায় 200 বছরের পুরনো কালীপুজোর বেদিতে ৷

কালীপুজোর বেদিতে প্রয়াত তৃণমূল সাংসদের মূর্তি বসানোর প্রতিবাদ

আরও পড়ুন:কাল পুজো উদ্যোক্তাদের সঙ্গে মমতার বৈঠক

এর পরেই জিটি রোড অবরোধ করেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি, কালীপুজোর বেদিতে কোনও মূর্তি বসবে না ৷ মূর্তি বসাতে হলে, তা অন্যত্র বসবে ৷ এ নিয়ে বৈদ্যবাটি পৌরসভার 22 নং ওয়ার্ডের কাউন্সিলর শতরূপা চক্রবর্তী জানান, স্থানীয়রা তাঁদের অভিযোগ জানিয়েছেন ৷ প্রাক্তন সাংসদ আকবর আলি খন্দকরের মূর্তি বসানোয় আপত্তি রয়েছে তাঁদের ৷ কারণ, যেখানে মূর্তি বসানো হচ্ছে, সেখানে কালীপুজো হয় ৷ সকলের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details