পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prosenjit meets Piyali : এভারেস্ট জয়ী খুকু পিয়ালীর বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - এভারেস্ট জয়ী পিয়ালী বসাক

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আসন্ন সিনেমা আয় খুকু আয়ের প্রচারের আজ ছিল শেষ দিন ৷ আর এই শেষ প্রচারটা তিনি সারলেন পিয়ালী বসাকের বাড়িতে গিয়ে (Prosenjit Chatterjee at Piyali Basak home)৷ যিনি অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করে মন জিতে নিয়েছেন সারা বাংলার ৷

Prosenjit Chatterjee visit Piyali Basak home in Chandannagar
Prosenjit meets Piyali

By

Published : Jun 14, 2022, 7:25 PM IST

চন্দননগর, 14 জুন : এ যেন সুপারস্টারের সঙ্গে সুপারস্টারের দেখা ! আর তার সাক্ষী থাকল চন্দননগরবাসী ৷ পর্দা নয়, এবার বাংলার আসল খুকুর বাড়িতে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee visit Piyali Basak home in Chandannagar)৷

বর্তমানে এভারেস্ট জয় করে হুগলি তথা সারা রাজ্যের মানুষের কাছে 'সুপারস্টার' চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক ৷ গত 11 জুন পর্বত জয় করে ঘরে ফিরেছেন পিয়ালী । মঙ্গলবার তাঁর বাড়িতে আসেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

পিয়ালী বসাক সঙ্গে সেলফি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আসন্ন সিনেমা আয় খুকু আয়ের প্রচারের মঙ্গলবার ছিল শেষ দিন ৷ আর এই শেষ প্রচারটা তিনি সারলেন পিয়ালী বসাকের বাড়িতে গিয়ে ৷ যিনি ইতিমধ্যে অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করে মন জিতে নিয়েছেন সারা বাংলার ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে প্রচুর ভক্তের সমাগম হয় এদিন পিয়ালীর বাড়িতে । দর্শকদের উদ্দেশ্যে গাড়ি থেকে হাত নাড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । পরে পিয়ালী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি । সেখান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যান প্রয়াত অভিনেতা তাপস পালের বাড়িতে ।

দর্শকদের উদ্দেশ্যে গাড়ি থেকে হাত নারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, গত 22 মে এভারেস্ট জয় করে পিয়ালী । তার দু'দিন পরেই পিয়ালী লোৎসে জয় করেন। তবে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি তাঁর বাড়িতে আসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । নিজেকে সেলিব্রেটি বলতে নারাজ পিয়ালী জানান, চন্দননগরবাসীর ঘরের মেয়ে হয়েই তিনি থাকতে চান । পিয়ালী বলেন, "মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন বলেই আমি এত বড় জায়গায় পৌঁছতে পেরেছি । আগামিদিনেও সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই ।"

পিয়ালী বসাকের বাড়িতে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

চন্দননগর পৌরনিগমের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী বলেন, "নিশ্চিতভাবে পিয়ালী এখন সেলিব্রেটি । বাংলার সবথেকে বিখ্যাত খুকু হচ্ছেন এখন পিয়ালী বসাক । পিয়ালীর আর্থিক অবস্থা দেখে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে সাহায্য়ের জন্য ।"

আরও পড়ুন :Piyali Basak : অক্সিজেনে ছাড়া এভারেস্ট জয় করে ঘরে ফিরলেন পিয়ালী

উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আয় খুকু আয় ছবিতে প্রথম জুটি বাঁধলেন মিথিলা। দিতিপ্রিয়া রায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এই ছবিতে ৷ আগামী 17 জুন সিনেমা হলে মুক্তি পাবে এই ছবিটি ।

ABOUT THE AUTHOR

...view details