পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fraud Promoter Arrested : 'মদন আমার মিত্র', তৃণমূল নেতার নাম করে প্রতারণায় গ্রেফতার উত্তরপাড়ার প্রোমোটার - ফ্ল্যাট প্রতারণায় প্রোমোটার

ফ্ল্যাট বুক করেছিলেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী গণেশ কর্মকার । আগাম কয়েক লক্ষ টাকাও দিয়েছিলেন এলাকার প্রোমোটার কেদার ঘোষালকে । কিন্তু ফ্ল্যাটে ঢুকতে গিয়ে জানতে পারেন, সেই ফ্ল্যাট আরেকজনকে বেচে দিয়েছে প্রতারক প্রোমোটার (Fraud Promoter Arrested in Hooghly) ।

Uttarpara Fraud Promoter
তৃণমূল নেতার নাম করে প্রতারণায় গ্রেফতার প্রোমোটার

By

Published : Jun 14, 2022, 8:48 AM IST

হুগলি, 14 জুন : মদন মিত্রের সঙ্গে নাকি তার ভাল সম্পর্ক । অন্য তৃণমূল নেতারাও তাকে চেনে । 'দাদা'দের পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও রয়েছে । সেই প্রভাব খাটিয়েই দীর্ঘদিন ধরে প্রতারণা করার অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে । এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে কেদার ঘোষাল নামে ওই প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ (Promoter arrested in Hooghly for cheating by showing pictures with Madan Mitra) ।

বছরখানেক আগে উত্তরপাড়ার দোলতলা এলাকায় একটি ফ্ল্যাট বুক করেছিলেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী গণেশ কর্মকার । উত্তরপাড়া পৌরসভা ভবনের নিচেই তাঁর সোনার দোকান । ব্য়বসায়ীর অভিযোগ, ফ্ল্যাট নিয়ে 'ঘোষাল অ্যান্ড কোম্পানি'র মালিক কেদার ঘোষালের সঙ্গে তাঁর চুক্তি হয়েছিল । ফ্ল্যাট বুকিং বাবদ আগাম 17 লক্ষ টাকাও দিয়েছিলেন তিনি । কিন্তু, পরে ফ্ল্যাটে ঢুকতে গেলে জানতে পারেন, সেই ফ্ল্যাট আরেকজনকে বেচে দিয়েছে ওই প্রোমোটার ।

এরপরেই কেদারের থেকে টাকা দাবি করেন গণেশ কর্মকার । তিনি বলেন, "টাকা চাইতে গেলেই প্রোমোটার মদন মিত্রের সঙ্গে তার ছবি দেখায় । বলে যে, তৃণমূলের বড় বড় নেতাদের সঙ্গেও তার সম্পর্ক আছে । তাঁদের সঙ্গে ছবি দেখিয়ে হুমকি দেয়, 'কেউ আমার কিছু করতে পারবে না' । আমিও নাকি ওর বিরুদ্ধে কিছুই করে উঠতে পারব না ।"

আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তৃণমূলের উপপ্রধান

মদন মিত্র-সহ শাসকদলের তাবড় নেতাদের সঙ্গে ছবি দেখে প্রথমে ঘাবড়ে যান গণেশ । যদিও পরে মামলা করার হুঁশিয়ারি দিলে তাঁকে কয়েকটি চেক দেয় ওই প্রোমোটার । সেই চেকও বাউন্স করে । এরপর মাসখানেক আগে শ্রীরামপুর আদালতে প্রতারণার অভিযোগ দায়ের করেন স্বর্ণ ব্যবসায়ী গণেশ কর্মকার । তারপরেই অভিযুক্ত কেদার ঘোষালকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ । শ্রীরামপুর আদালত তাকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details