বলাগড়, 18 মার্চ: কখনও বললেন, "স্বামীর এত সম্পত্তি রয়েছে, জানতাম না !" আবার কখনও যুক্তি খাঁড়া করলেন, "স্বামীর যদি এতগুলো ব্য়াংক অ্য়াকাউন্ট থাকত, তাহলে কি আমি জানতাম না ?" একইসঙ্গে দাবি করলেন, "ইডি আমাকে একবারও ডাকেনি ৷ ডাকলেই যাব ৷ তদন্তে পূর্ণ সহযোগিতা করব ৷ সংবাদমাধ্যমে ভুল খবর দেখানো হচ্ছে !" 'অন্তরাল' ছেড়ে প্রকাশ্যে এসেই এমন সব দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে (WB Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের (Santanu Banerjee) স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় (Priyanka Banerjee Reaction) ৷ জানালেন, তিনি মোটেও 'নিখোঁজ' নন ৷ রয়েছেন বলাগড়ের বাড়িতেই ৷ প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তাও চাইলেন প্রিয়াঙ্কা ৷
নিয়োগ দুর্নীতির তদন্তে শনিবার সকাল থেকেই ফের 'মাঠে নেমেছেন' ইডি আধিকারিকরা ৷ এদিন একসঙ্গে শান্তনুর একাধিক সম্পত্তিতে তল্লাশি চালান তাঁরা ৷ যা নিয়ে সকাল থেকেই সরগরম সংবাদমাধ্যম ৷ তারই মধ্যে সামনে এলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ৷ সংবাদমাধ্যমের হাতে প্রিয়াঙ্কার দু'টি ভিডিয়ো এসেছে ৷ তাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ৷ এই দু'টি ভিডিয়োয় বেশ কিছু দাবি করেছেন প্রিয়াঙ্কা ৷
প্রথমেই শান্তনু-জায়া জানিয়েছেন, সংবাদমাধ্যমে তাঁর নামে মিথ্য়া খবর ছড়ানো হচ্ছে ! বলা হচ্ছে, তিনি নাকি নিরুদ্দেশ ! একইসঙ্গে, এও দাবি করা হচ্ছে বারবার ডাকা সত্ত্বেও ইডির হাজিরা এড়াচ্ছেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় ! এই দু'টি অভিযোগই একবাক্য়ে খারিজ করে দিয়েছেন প্রিয়াঙ্কা ৷ তিনি জানিয়েছেন, শান্তনুর বলাগড়ের বাড়িতেই রয়েছেন তিনি ৷ আর ইডি তাঁকে এখনও পর্যন্ত একবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি ৷ পাঠানো হয়নি কোনও চিঠি বা মেসেজ ৷ যেদিনই ইডি তাঁকে ডাকবে, তদন্তের স্বার্থে তাদের কাছে তিনি যাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন প্রিয়াঙ্কা ৷
তবে, শান্তনুর বিপুল সম্পত্তি সংক্রান্ত প্রশ্নের উত্তরে এক-একবার এক-এক কথা বলেছেন প্রিয়াঙ্কা ৷ যেমন- তাঁর দাবি, শান্তনুর বেশ কিছু সম্পত্তি রয়েছে ৷ সেকথা তিনি জানেন ৷ কিন্তু, স্বামীর এত বেশি পরিমাণে যে সম্পত্তি রয়েছে, সেটা জানেন না ! একইসঙ্গে বলেছেন, তাঁর স্বামীর যে অসংখ্য ব্যাংক অ্য়াকাউন্ট থাকার কথা বলা হচ্ছে, সেটি সঠিক নয় ৷ কারণ, তেমনটা হলে স্ত্রী হিসাবে তিনি সেটা জানতেন ! তাহলে শান্তনুর ধাবা, রিসর্টের কথাও কি প্রিয়াঙ্কা জানতেন না ? জবাবে প্রিয়াঙ্কা জানান, এই সম্পত্তিগুলির কথা তিনি জানতেন ৷ গতবছর এগুলি তৈরি হয়েছে ৷ তাহলে এগুলি তৈরির টাকা কীভাবে জোগাড় হল ? সেটা আবার তাঁর জানা নেই বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা ! তাহলে কি তাঁর স্বামী নির্দোষ ? সেই প্রশ্নের উত্তরে 'হ্য়াঁ' বলেও জোর দিয়ে কোনও দাবি করেননি প্রিয়াঙ্কা ৷
কিন্তু, একটি বিষয় যে তাঁকে বিব্রত করছে, সেটা বোঝা গিয়েছে ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁদের একটি ছোট ছেলে রয়েছে ৷ সেই ছেলের ছবিও এখন সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ৷ এতে নিরাপত্তার অভাব বোধ করছেন প্রিয়াঙ্কা ৷ সেই কারণে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি ৷ তাঁর দাবি, তদন্ত শেষ হলেই পুরো ঘটনা প্রকাশ্যে আসবে ৷ যদিও, সেই পুরো ঘটনা ঠিক কী, সেটা খোলসা করেননি প্রিয়াঙ্কা ৷
আরও পড়ুন:2017 থেকে বেড়েছে শান্তনু-প্রিয়াঙ্কার ব্যাংক ব্যালান্স ! অর্থের উৎস জানতে মরিয়া ইডি
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্য়ায় স্নাতকস্তর পর্যন্ত পড়াশোনা করেছেন ৷ বিএ পাশ করেছেন জিরাটের বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় থেকে ৷ 2003 সালে পাশ করেছেন তিনি ৷ পরবর্তীতে রাজনীতিতেও যোগ দেন ৷ 2013 সালে কবুরা এলাকা থেকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন তিনি ৷ প্রিয়াঙ্কা একসময় আঁকাও শেখাতেন ৷ তাঁর বাবা কাঞ্চন গুপ্তও আঁকা শেখান ৷ পাশাপাশি, তিনি জিরাট বিডিও অফিসের একজন সমবায় কর্মী ৷ প্রিয়াঙ্কা অনলাইনে বুটিকের ব্যবসা করেন ৷ তবে, তাঁর নামে কোনও সংস্থা নেই বলেই দাবি করেছেন তিনি ৷