পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের হাত ছাড়িয়ে পালাল বন্দী - HOOGLY

চণ্ডীতলা থানার একটি বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার হয় শেখ ইজরাইল ৷ চন্দননগর আদালতে তোলা হলে বিচারক শেখ ইজরাইলকে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷ তাকে পুলিশি হেপাজতে চায় চণ্ডীতলা থানার পুলিশ ৷ আজ তাঁর শারীরিক পরীক্ষা করাতে চণ্ডীতলা ব্লক হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখান থেকে পুলিশের হাতকড়া এক ঝটকায় ছাড়িয়ে হাসপাতালের পিছনের জঙ্গল দিয়ে পালিয়ে যায় সে । দেড়বছর আগেও ইজরাইল হাওড়া জেল থেকে পালিয়েছিল ৷

accused Ijrail
ধৃত ইজরাইল

By

Published : Feb 16, 2020, 10:35 PM IST

হুগলি ,16 ফেব্রুয়ারি : পুলিশ হেপাজত থেকে পালিয়ে গেল বন্দী ৷ ঘটনা হুগলির চণ্ডীতলা থানার । পলাতক অভিযুক্তের বাড়ি চণ্ডীতলার মামুদপুর এলাকায় । অভিযুক্তের নাম শেখ ইজরাইল ।

পুলিশ সূত্রে খবর, দেড় বছর আগেও হাওড়া জেল থেকে পালিয়েছিল শেখ ইজরাইল। বছর দুই আগে বিবিকে অ্যাসিড মারার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল ডোমজুড় থানার পুলিশ । হাওড়ায় জেল হেপাজতে থাকাকালীন পালিয়ে যায় ইজরাইল । তারপর থেকে দেড় বছর ধরে তারকেশ্বর এলাকায় নাম ভাঁড়িয়ে ভাড়া থাকত ইজরাইল ।

5 জানুয়ারি রাতে তিন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে হরিপালে গজরামোড় এলাকায় জড়ো হয়েছিল ইজরাইল ।পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করে চার দুষ্কৃতীকে । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল,পাঁচ রাউন্ড গুলি এবং ভোজালি সহ সাটার কাটার ব্লেড । পুলিশ তদন্তে নেমে জানতে পারে ইজরাইলের দু'বছর আগের ঘটনা । 6 জানুয়ারি তাদের চন্দননগর আদালতে তোলা হলে বিচারক শেখ ইজরাইলকে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক । অন্যদিকে চণ্ডীতলা থানার একটি বাড়িতে চুরির ঘটনায় তাকে পুলিশি হেপাজতে চায় চণ্ডীতলা থানার পুলিশ । পাঁচদিনের হেপাজতে পেয়ে 13 ফেব্রুয়ারি চণ্ডীতলা থানায় নিয়ে আসা হয় অভিযুক্ত ইজরাইলকে । আজ তার শারীরিক পরীক্ষা করাতে চণ্ডীতলা ব্লক হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখান থেকে পুলিশের হাতকড়া এক ঝটকায় ছাড়িয়ে হাসপাতালের পিছনের জঙ্গল দিয়ে পালিয়ে যায় সে ।

অভিযুক্তের পুলিশ হেপাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেছে পুলিশ । পুলিশ আরও জানিয়েছে, হাতকড়ার সাইজ়ের তুলনায় অভিযুক্তের হাত খুব সরু ছিল, যা তাদের নজর এড়িয়ে যায় । সেই সুবিধা কাজে লাগিয়ে পুলিশের ঘেরাটোপ থেকে হাতকড়া থেকে এক ঝটকায় হাত ছাড়িয়ে চম্পট দেয় অভিযুক্ত । এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও হদিস পাওয়া যায়নি ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details