হুগলি, 6 অক্টোবর:আবারও বাড়ছে সবজির দাম ৷ পুজোর মুখে দাম এভাবে বাড়ায় ভাঁজ মধ্যবিত্তের কপালে ৷ এই দাম বৃদ্ধির অন্যতম কারণ নিম্নচাপের বৃষ্টি ও বন্যা ৷ ডিভিসির জল ছাড়ায় প্লাবিত হুগলির একাধিক অংশ। ইতিমধ্যেই আরামবাগ, শ্রীরামপুর ও চন্দননগর মহকুমার কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তার জেরে ক্ষতির মুখে হুগলির সবজি চাষ। ইতিমধ্যেই জেলার 300 হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত ৷ হুগলির শেওড়াফুলির নিয়ন্ত্রণ বাজার-সহ বিভিন্ন জায়গা থেকে কলকাতা ও বিভিন্ন জেলায় সবজি যায়। এভাবে চললে দাম বাড়ার আশঙ্কা করছে সরকারি আধিকারিকরা। সিঙ্গুরের কৃষক কার্তিক হালদার বলেন, "টানা বৃষ্টির ফলে সমস্ত সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে । এক বিঘা জমির চাষের খরচ উঠল না । উপরন্ত আবার চাষ করতে হবে ৷ এই পরিস্থিতি থাকলে, যে পরিমাণের ক্ষতি হয় সেভাবে আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না। বাজারে সবজি কম থাকায় দাম বাড়ছে। আগামিদিনে ফসল নষ্ট হলেই আরও দাম বাড়বে ।"
হুগলির নিয়ন্ত্রিত বাজারের সম্পাদক এস এফ রহমান বলেন, "যেভাবে জেলার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে তাতে সবজির চাষের ব্যাপক প্রভাব পড়েছে । কৃষকরা মাঠে কাজই করতে পারছেন না। বাজারে ফসলের আমদানি কম হচ্ছে। আগামিদিনে সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভবনা।"
হুগলির কৃষি উদ্যান পালন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস গিরি বলেন, "আরও সময় গেলে ক্ষতির পরিমাণ বাড়বে । বৃষ্টি ও ডিভিসির জল জমিতে ঢুকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ হুগলিতে একটু বেশি ক্ষতির ফলে পুজোর সময় সবজির দাম বাড়ার আশঙ্কা থাকছে । এর থেকে রেহাই পাওয়া জন্য কৃষকদের পলি হাউস বা গ্রিন হাউস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে খরা-বন্যা সব থেকেই রক্ষা পাওয়া যায়। "