হুগলি, 27 অক্টোবর : নভেম্বরের 16 তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শুরু হবে পঠনপাঠন ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই জেলায় জেলায় চোখে পড়ছে স্কুল খোলার তৎপরতা ৷ পড়ুয়াদের স্বাগত জানাতে নতুনভাবে সেজে ওঠার যেন যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ৷ অন্যান্য জেলার মত হুগলি জেলার স্কুল-কলেজগুলিতেও জোরকদমে চলছে সাফাই ও স্যানিটাইজেশনের কাজ ৷ প্রায় দীর্ঘ দু'বছর পর বন্ধ থাকার পর ফের স্কুল খোলার খবরে কার্যত খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক ও পড়ুয়ারা ৷
16 নভেম্বর আসতে আর বেশি দেরি নেই ৷ তাই বিশাল বিশাল স্কুলবাড়িগুলিতে এখন জোরকদমে শুরু হয়েছে পরিষ্কারের কাজ ৷ প্রতিটা শ্রেণিকক্ষকে খুব ভালভাবে পরিষ্কার করে চলছে জীবাণুমুক্তকরণ ৷ করোনা বিধি মেনে যাতে পড়ুয়ারা বসতে পারে সে বিষয়েও নজর দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ ৷
সরকারি নির্দেশিকা এলেই পরবর্তী পর্যায়ে কীভাবে ক্লাস শুরু করা হবে সেই বিষয়ে চিন্তাভাবনা করবে স্কুল-কলেজগুলি । হুগলি জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় তিন হাজারের উপরে ।
আরও পড়ুন :School Re-Open: স্কুল খোলা নিয়ে ভিন্নমত পোষণ শিক্ষক থেকে অভিভাবকদের
মুখ্যমন্ত্রীর এই স্কুল খোলার সিদ্ধান্তে খুশি হলেও পড়ুয়াদের টিকাকরণ নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবকরা ৷ তাঁরা চাইছেন স্কুল খোলার পাশাপাশি পড়ুয়াদের টিকাকরণের বিষয়টিতেও নজর দিক সরকার ৷ কারণ প্রাপ্তবয়স্করা যতটা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন, অল্পবয়সী পড়ুয়ারা অতটা নয় ৷ ফলে সংক্রমণের আশঙ্কা তাদেরই বেশি ৷
স্কুল খোলার বিষয়ে চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীর্ষেন্দু ঘোষাল জানান, সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবেই স্কুলগুলিতে ক্লাস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ শিক্ষা ও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সবটা করা হবে ৷
মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্যান্য জেলার মতো হুগলিতেও জোরকদমে স্কুল খোলার প্রস্তুতি
চন্দননগর কলেজের প্রিন্সিপাল দেবাশিস সরকার এই বিষয়ে জানান, স্কুল-কলেজ খুলতে গেলে প্রথমত পরিকাঠামো দিক থেকে সেগুলিকে পরিষ্কার এবং স্যানিটাইজেশন করার ব্যবস্থা করতে হবে । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের নির্দেশের অপেক্ষা করছি আমরা । কীভাবে ক্লাস চালু করা হবে সে বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা পেলেই কলেজে পঠনপাঠন চালু হবে । তবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই ৷ ভ্যাকসিনেশনের ব্যাপারে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সচেতন হতে হবে । বিনামূল্যে ভ্যাকসিনেশনের যে ক্যাম্পগুলি হচ্ছে সেখান থেকে ভ্যাকসিন নিতে হবে ছাত্র-ছাত্রীদের ।
আরও পড়ুন :School Re-Open: প্রাকৃতিক দুর্যোগের ক্ষত নিয়েই স্কুল খোলার প্রস্তুতি সুন্দরবনে