চন্দননগর, 3 অগস্ট: বাইক নয়, দূষণ রোধের বার্তা দিতে পায়ে হেঁটেই লাদাখে যাত্রা যুবকের (Ladakh Journey)। শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তির জোরে প্রায় 2500 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে চলেছেন প্রসেনজিৎ পাল । যাতে প্রায় 90 দিনের মতো সময় লাগতে পারে বলে ধারণা চন্দননগর বাসিন্দার । প্রসেনজিৎ পেশায় খাবার ডেলিভারি বয় । বাইকে ভ্রমণের ইচ্ছা থাকলেও জ্বালানির অতিরিক্ত খরচ ও দূষণের কারণে পায়ে হেঁটেই লাদাখ যেতে চান তিনি ।
সোমবার সকালে কলকাতা থেকে যাত্রা শুরু করেন । বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো তাঁকে ফুল দিয়ে সম্বর্ধনা দেন । শুভেচ্ছা জানাচ্ছেন পথচলতি মানুষজনও । অনেকেই আবার সেলফি তুলছেন প্রসেনজিতের সঙ্গে । ।