হগলি, 8 জুন :প্রধানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ স্লোগান বাগডাঙ্গা ছিনা মোড় পঞ্চায়েতে । তৃণমূলের প্রধান, উপপ্রধানদের বিরুদ্ধে দলবিরোধী অভিযোগ আনে তৃণমূলের একাংশ । সিঙ্গুর বিধানসভার এই পঞ্চায়েতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন কর্মীরা । বাগডাঙা-ছিনামোড় পঞ্চায়েতের প্রধান অঞ্জলি ঘোষ ও উপপ্রধান চন্দ্রনাথ দাস বিজেপির হয়ে ভোট করেছেন বলে অভিযোগ । ইতিমধ্যেই প্রধান ও উপপ্রধানকে বিজেপির কাছে টাকা নিয়ে বিধানসভায় ভোট করার অভিযোগ এনে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস ।
সিঙ্গুর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না জয়লাভ করেন । তিনি মন্ত্রী হওয়ার পরই সিঙ্গুর ব্লক তৃণমূল দলের একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিজেপিকে সমর্থন করার অভিযোগ আনা হয় । তার মধ্যে প্রধান, উপপ্রধানের নাম উঠে আসে । বেচারাম মান্নার গোষ্ঠীর না হওয়ার কারণেই এই কোপ বলে দাবি দুই নেতার । তাঁরা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যর গোষ্ঠী হওয়ায় এই ঘটনা ।
তাঁদের দাবি, কখনই বিজেপির হয়ে ভোট করেনি তাঁরা । তৃণমূলেই আছেন । মিথ্যা দোষারোপ করা হচ্ছে তাঁদের বিরুদ্ধে । পঞ্চায়েতে সদস্যরা অনাস্থা আনলে সরে যাবেন বলে দাবি তাঁদের । সিঙ্গুরের ব্লক সভাপতি গোবিন্দ ধাড়া বলেন, "গতকাল সাংগঠনিক বৈঠকে সবার মতামত নিয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় । সোমবার বহিষ্কারের বিষয়টি প্রধান ও উপপ্রধান দু‘জনকে জানানো হবে । সেই সঙ্গে শীর্ষ নেতৃত্বকেও এই বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হবে ৷"