পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরসভার আবর্জনায় আগুন, দূষণের প্রতিবাদে সরব স্থানীয় মানুষ থেকে পরিবেশপ্রেমীরা - দূষণের প্রতিবাদ

দুর্গাপুর রোডে জমে থাকা আবর্জনায় আগুন লাগানোর ফলে কালো ধোঁয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ ৷ এলাকায় দূষণ বাড়ছে ৷ গাড়ি চালকদের গাড়ি চালাতে অসুবিধায় পড়তে হচ্ছে ৷ ডানকুনি পৌরসভার বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে ৷

garbage fires
পৌরসভার আবর্জনায় আগুন

By

Published : Nov 18, 2020, 10:58 PM IST

হুগলি,18 নভেম্বর : পৌরসভার স্তূপাকার আবর্জনায় আগুন লাগানোর জন্য দূষণ ছড়াচ্ছে এলাকায়। ডানকুনি পৌরসভার দুর্গাপুর রোডের ঘটনা। বেশকিছু দিন ধরে পৌরসভার তরফে ডানকুনি হাউজিংয়ের রাস্তার পাশে শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছিল। সেখানে ওই আবর্জনায় কেউ আগুন লাগায় ৷ এর ফলে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে পরিবেশ দূষণ হচ্ছে ৷ অন্যদিকে ধোঁয়ার কারণে গাড়িচালকদেরও অসুবিধায় পড়তে হচ্ছে ।

ধোঁয়ায় দূষণ বেড়েই চলেছে । তাতেই উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। স্থানীয়দের অভিযোগের তির ডানকুনি পৌরসভার বিরুদ্ধে ৷ তবে পৌরসভার প্রশাসক হাসিনা শবনমের বলেন, "পুজো উপলক্ষে অস্থায়ীভাবে রাস্তার পাশে আবর্জনা ফেলা হচ্ছে। কিন্তু আমাদের কেউ আবর্জনায় আগুন দেয়নি। অস্থায়ী ভ্যাটে কারা আগুন লাগাচ্ছে আমরা খতিয়ে দেখব এবং আইনত ব্যবস্থা নেব।" স্থানীয় বাসিন্দা নন্দন কিশোর হেলা বলেন, "এভাবে আবর্জনা পোড়ানোর ফলে দূষণ ছড়াচ্ছে। এব্যাপারে পৌরসভা কোনও কিছুই ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় প্রশাসন থেকে বিধায়ক কারো নজর নেই ।"

পৌরসভার আবর্জনায় আগুন
পরিবেশবিদ বিশ্বজিৎ মুখার্জি বলেন, এই কঠিন বর্জ্য ডানকুনির একটি জায়গায় ফেলা হচ্ছে। সেখানে নিয়মিত আগুন দিয়ে দেওয়া হচ্ছে। পৌরসভা বলছে জানে না। 2016 সালে গ্রিন ট্রাইবুনাল আগেই বলেছে, এভাবে দূষণ ছড়ানো যাবে না। আগেও এসবের জন্য ফাইন করা হয়েছে। তাও ডানকুনি পৌরসভা হাত গুটিয়ে বসে থাকে যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। এই বর্জ্যের মধ্যে প্লাস্টিক পোড়ানোর ফলে ডায়াসিং গ্যাস উৎপন্ন হওয়ার ফলে কোরোনা রোগীর অসুবিধা হবে ৷ তাছাড়া এই ক্ষতিকারক গ্য়াসের ফলে ক্যান্সারে আক্রান্ত হবারও সম্ভবনা বাড়বে ৷ এই ব্যাপারে জনস্বার্থ মামলা করা দরকার।

ABOUT THE AUTHOR

...view details