পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজনৈতিক হিংসা অব্যাহত আরামবাগে, বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর - BJP workers

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত আরামবাগ । বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও মারধর । অভিযোগের তীর তৃণমূলের দিকে ।

বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর
বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর

By

Published : May 7, 2021, 10:44 AM IST

Updated : May 7, 2021, 12:13 PM IST

আরামবাগ, 7 মে: শপথ গ্রহনের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা বন্ধ করার বার্তা দেন । কিন্তু তার পরেও রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা অব্যাহত । মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও একই চিত্র আরামবাগে ।

আরামবাগের পল্লীশ্রী এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । অভিযোগ গতকাল বিকেলে বিজেপি কর্মীদের বাড়িতে হঠাৎ চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তাদের বাড়ি-ঘর ভাঙচুরের পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করে এমনকি বিজেপি কর্মীর মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ । বিজেপি কর্মী জোসনা সাউ বলেন, "আমরা দুপুরের খাবার খেতে বসে ছিলাম তখনই তৃণমূলের বেশ কিছু মহিলা ও পুরুষ কর্মীরা আমাদের বাড়ি এসে চড়াও হয় । ভেঙে দেওয়া হয়েছে বাড়ির আসবাবপত্র পাশাপাশি মারধরও করা হয়েছে । ভোটের গণনার পর থেকেই আমাদেরকে হুমকি দিত, আজ তারা আমাদের বাড়িতে এসে ভাঙচুর ও মারধর করে গেছে ।" আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন নন্দী বলেন, "এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই তৃণমূল কর্মীরা যুক্ত নয় । বিজেপির মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ।" গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর
Last Updated : May 7, 2021, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details