ফুরফুরা নিয়ে কটাক্ষ সুজনের হুগলি, 12 অগস্ট:ফুরফুরা শরিফের পঞ্চায়েতর বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি ৷ এবার সেই ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা ৷ ফুরফুরা পৌঁছে একযোগে রাজ্য প্রশাসন ও শাসকদলকে আক্রমন করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷ তাঁর দাবি বাংলায় জল্লাদের রাজত্ব চলছে ৷ পুলিশকে সামনে রেখে গুন্ডামি করছে শাসকদল । বিজেপি - তৃণমূল ভয় পাচ্ছে বলেই দমাতে চাইছে সিপিআইএম-সহ সহযোগী দলগুলিকে। পালটা তাঁকে আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷ তাঁর দাবি সিপিএমের প্ররোচনাতেই আইএসএফ হিংসার রাজনীতি করে অশান্তি ছড়াচ্ছে ৷
বৃহস্পতিবারের ঘটনার পরই সুজন চক্রবর্তী দেখা করতে যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে ৷ সেখানেই বিধায়কের বাড়িতে হামলায় পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ পাশাপাশি পুলিশ ও শাসক দলকে আক্রমণ করতে ছাড়েননি সিপিএম নেতা । এদিন তিনি বলেন, "পুলিশি হামলার প্রতিবাদে আইনের দ্বারস্থ হব । প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানানোর ব্যবস্থা করেছি । যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে বরখাস্ত করে আইনত ব্যবস্থা নিতে হবে ।"
শুক্রবার বিধায়ক নওশাদ সিদ্দিকীও তৃণমূলকে আক্রমণ করে বলেন, "তৃণমূলের পৈতৃক সম্পত্তি এই পকেট ভোট । সেই ভোট আমাদের দিকে আসছে । সেই ভাগ বসাতেই আমার উপর আক্রমণ চলেছে ।" তবে এর পালটা আক্রমণ করতে ছাড়েনি জাঙ্গিপাড়া বিধায়কের ও মন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী । তিনি বলেন, "ফুরফুরায় অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে । ফুরফুরা শরিফের কয়েকজন পীরজাদা বিক্ষোভ করছে ৷ রাস্তা কেটে দিচ্ছে । এটা কী ওনাদের কাজ । ওনাদের অনুরোধ করব ফুরফুরায় মারপিটের রাজনীতি যাতে না করেন। সুজন বাবুরা ভোটের রাজনীতি করতে এসেছেন ।"
আরও পড়ুন:ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে 'ছোট ভাই' নওশাদকে আমন্ত্রণ শওকত মোল্লার
ফুরফুরায় পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিশ ও আইএসের কর্মী সমর্থকদের মধ্যে খন্ড যুদ্ধ হয় বৃহস্পতিবার । আহত হয় দুই পক্ষই । এরপরই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে । বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়িকে লক্ষ্য করে ইট-টিয়ার গ্যাসের সেল ছোড়ে পুলিশ । এরপরই শুক্রবার ফুরফুরায় আসেন সিপিআই এম নেতা সুজন চক্রবর্তী । পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী ও বিধায়ক নওশাদের সঙ্গে কথা বলেন। তৃণমূলের নামে পুলিশি আক্রমনকে ধিক্কার জানিয়েছেন বর্ষীয়ান এই নেতা ।