পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Theft ভুল বোঝাবুঝি, শিশু চোর সন্দেহে আটক ব্যক্তিকে ছেড়ে দিল পুলিশ - police released a man after arrest

প্রথমে শিশু চোর সন্দেহে আটক করার পর এক ব্যক্তিকে ছেড়ে দিল পুলিশ(Child Theft)৷ উপযুক্ত প্রমাণ দিয়ে একরত্তিকে নিয়ে যায় তার বাবা ৷

Etv Bharat
উদ্ধার হওয়া সদ্যোজাত

By

Published : Aug 26, 2022, 8:37 PM IST

চুঁচুড়া, 26 অগস্ট:গতকাল সন্ধেয় এলাকায়সদ্যোজাত কোলে এক মদ্যপ ব্যক্তিকে নিয়ে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ সদ্যোজাতকে কোলে নেওয়ার ধরন দেখেই সন্দেহ হয় তাদের ৷ তৎক্ষণাৎ পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে ও একরত্তিকে থানার শিশু বান্ধব কর্নারে রাখা হয় ৷ বৃহস্পতিবার সন্ধ্যা ছ'টা নাগাদ ঘটনাটি ঘটে চুঁচুড়া (Hooghly news)আখনবাজার এলাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে ৷

চয়নিকা আঢ্য নামে এক যুবতি স্কুটি নিয়ে ইমামবাড়া হাসপাতালের দিক থেকে ঘড়ির মোড়ে যাওয়ার সময় দেখেন, এক সদ্যোজাতকে নিয়ে এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় টলছেন । ফুটফুটে শিশুটি তার হাত থেকে পড়ে যেতে পারে যে কোনও সময় । ব্যক্তিকে দেখেই সন্দেহ হয় যুবতীর। স্থানীয় ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানানোর পর রাস্তাতেই ওই ব্যক্তিকে চয়নিকা ও স্বাতী-সহ আরও একজন যুবতি আটকে দেয় । এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। ব্যক্তিটি জানায় শিশুটি তার নয় । শিশুর মা-বাবার ডিভোর্স কেস চলছে এবং তাঁরা চুঁচুড়া কোর্টে আছে । শিশুটিকে নিয়ে সে মধু কিনতে বেরিয়েছে । তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় তিন যুবতী মিলে তাকে ধরে চুঁচুড়া(Chinsurah news) থানায় নিয়ে যান ।

চুঁচুড়ায় শিশু চোর সন্দেহে আটক মদ্যপ ব্যক্তি

পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন তাঁর নাম মহেশ শর্মা । উত্তর 24 পরগনার জগদ্দলে বাড়ি তার। শিশুটির বাবার নাম অভয় সাউ, মায়ের নাম সোনি ইসলাম । মহেশ তাঁদের প্রতিবেশি । যদিও চুঁচুড়া আদালত চত্বরে গিয়ে খুঁজে কাউকে পাওয়া যায়নি । এরপর পুলিশ তদন্ত শুরু করলে শিশুটির বাবার খোঁজ মেলে ৷ তিনি থানায় এসে উপযুক্ত প্রমাণ দিয়ে সদ্যোজাতকে নিয়ে যান ৷ তিনি এও জানান ধৃত ব্যক্তি তাঁদের প্রতিবেশী ৷ এরপর পুলিশ আটক হওয়া মদ্যপ ব্যক্তিটিকে ছেড়ে দেয় (police released a man after arrest)৷

আরও পড়ুন :শিশু-চোর সন্দেহে মহিলাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

ABOUT THE AUTHOR

...view details