চণ্ডীতলা (হুগলি), 15 মার্চ :অবৈধ মাটির ডাম্পার আটক করতে গিয়ে আক্রান্ত পুলিশ । ছ'জন পুলিশ কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ (Police Personnel Allegedly Attacked by Land Mafia at Chanditala) ৷ ঘটনাটি হুগলির চণ্ডীতলা থানার কুমিরমোড়া পঞ্চায়েতের গোকুলপুরের ।
পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে চণ্ডীতলা থানায় খবর আসে যে গোকুলপুরে চাষের জমি থেকে বেআইনি ভাবে মাটি কাটা হচ্ছিল । কুমিরমোড়া লোহারপুলের কাছে চারটি মাটি বোঝাই ডাম্পার আটক করে পুলিশ । মাটি তোলার কোনও বৈধ কাগজ ছিল না ।
অভিযোগ, পুলিশ ডাম্পার আটকাতেই তাদের উপর চড়াও হয় মাটি কাটার সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা । মাটি বোঝাই ডাম্পার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে । শুরু হয় বচসা ৷ পুলিশকে ঘিরে ধরে মারধর করা হয় । ঘটনায় তিনজন সাব ইন্সপেক্টর-সহ ছ'জন আহত হন । তাঁদের স্থানীয় চণ্ডীতলা হাসপাতালে চিকিৎসা করানো হয় ।