শ্রীরামপুর, 9 মে : শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জির নামে ফেসবুকে কুরুচিকর পোস্টের অভিযোগে আটক RSS কার্যবাহক । তাঁর নাম অমনিশ আইয়ার । অভিযোগের প্রেক্ষিতে গতকাল শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ তাঁকে আটক করে । এর প্রতিবাদে ফাঁড়ির বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন RSS কর্মীরা । শেওড়াফুলি GT রোড অবরোধ করেন BJP কর্মী-সমর্থকরা । সেই অবরোধ তুলতে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ । BJP-র অভিযোগ, মহিলাদের উপরও পুলিশ লাঠিচার্জ করে ।
কল্যাণের নামে কুরুচিকর পোস্টের অভিযোগে ধৃত RSS কর্মী, বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ
RSS কর্মীর মুক্তির দাবিতে ফাঁড়ির বাইরে অবস্থান বিক্ষোভ শুরু হয় । GT রোডও অবরোধ করে BJP । অবরোধকারীদের উঠে যেতে বলে পুলিশ । কিন্তু, অবরোধ ওঠেনি । তখনই পুলিশ লাঠিচার্জ শুরু করে । মারধর ও লাঠিচার্জের ভিডিয়ো সামনে এসেছে ।
ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্ট ঘিরে । অভিযোগ, কল্যাণ ব্যানার্জির একটি ছবি ফেসবুকে পোস্ট করেন অমনিশ আইয়ার । সেখানে নাকি কুরুচিকর মন্তব্যও করা হয় । ঘটনায় শেওড়াফুলি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয় । অভিযোগের তদন্তে নেমে অমনিশ আইয়ারকে গতকাল আটক করে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ । তাঁকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় । এরই প্রতিবাদ করেন BJP ও RSS কর্মী-সমর্থকরা । তাঁরা ফাঁড়ির বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন । অন্যদিকে GT রোড অবরোধ করে BJP । অবরোধকারীদের উঠে যেতে বলে পুলিশ । কিন্তু, অবরোধ ওঠেনি । তখনই পুলিশ লাঠিচার্জ শুরু করে । মারধর ও লাঠিচার্জের ভিডিয়ো সামনে এসেছে । ঘটনা প্রসঙ্গে BJP-র শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী সোশাল মিডিয়ার কোনও মন্তব্য করলে শাস্তি হয় না। তাও পুলিশ ইচ্ছা করে অমনিশ আইয়ারকে ধরে রেখেছে ।"
বিক্ষোভে অংশগ্রহণকারী মলয় ভট্টাচার্য বলেন, "ওই ফেসবুক পোস্টের মধ্যে কুরুচিকর কিছু ছিল না । ওই পোস্ট এর আগে অনেকেই করেছে । আমরাও করেছি । তাহলে অমনিশ আইয়ারকে একা কেন, আমাদেরও আটক করা হোক । অমনিশকে জোর করে শ্রীরামপুর থানায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে । আমরা তা হতে দেব না । অবিলম্বে ওকে মুক্তি দিতে হবে ।" ঘটনা নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।