আরামবাগ , 21 মে : আরামবাগে আক্রান্ত পুলিশকর্মী । ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও ৷ পুরো ঘটনায় গ্রেফতার তিন ৷
সরকারি বিধি নিষেধ সফল করতে বৃহস্পতিবার অভিযান চালায় আরামবাগ থানার পুলিশ ৷ তখনই গ্রামবাসীদের বচসা জড়িয়ে পড়েন প্রশাসনিক কর্তারা । বাক্যুদ্ধ হাতাহাতিতে পরিণত হলে জখম হন বেশ কয়েক জন পুলিশ কর্মী ।
আহত পুলিশ কর্মীদের ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে । ইটের আঘাতে ভেঙেছে পুলিশের গাড়িও ৷