হুগলি, 9 অগাস্ট: হাতকড়া পরিয়ে এক ছাত্রনেতাকে ট্রেনে করে আদালতে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ এই ঘটনার প্রতিবাদে সরব BJP নেতৃত্ব ৷
তারকেশ্বরের আস্তারার ঘটনা ৷ ইঞ্জিনিয়ারিং পাঠরত ওই ছাত্রের নাম সায়নদীপ সামন্ত ৷ তিনি ABVP-র নেতা ৷ আদালতের সমন অগ্রাহ্য করার কারণেই সায়নদীপকে গতকাল রাতে তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করে ৷ আজ সকালে তাঁকে চন্দননগর আদালতে তোলা হয় ৷ হাতকড়া পরিয়েই সায়নদীপকে আদালতে নিয়ে যান তারকেশ্বর থানার কনস্টেবল প্রবীর শূর ৷ প্রথমে তারকেশ্বর থেকে ট্রেনে করে শেওড়াফুলি নিয়ে আসা হয় ৷ পরে সেখান থেকে বর্ধমান মেইন শাখার ট্রেনে করে চন্দননগরে নিয়ে যাওয়া হয় ৷ হাতকড়া পরিয়ে সায়নদীপকে ট্রেনে করে নিয়ে যাওয়ার দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সরব হন নেটিজেন থেকে শুরু করে BJP নেতৃত্ব ৷ BJP-র রাজ্য নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, "যেভাবে ট্রেনে করে হাতকড়া পরিয়ে ছাত্রনেতাকে নিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সেটা মানবাধিকার বিরোধী ৷ পুলিশের এই আচরণ সঠিক নয় ৷ রাজ্য সরকারের পুলিশ আইন বিরুদ্ধ কাজ করতেও পিছুপা হচ্ছে না ৷"