বাঁশবেড়িয়া, 6 এপ্রিল: হনুমান জয়ন্তীর পুজোয় যোগ দিতে গিয়ে পুলিশের কাছে বাধা পেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তিনি বহিরাগত হওয়ায় হাইকোর্টের নির্দেশ মেনেই তাঁকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি পুলিশের ৷ যদিও লকেটের দাবি, তিনি এলাকার সাংসদ ৷ কাজেই এলাকার যে কোনও অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তিনি যেতেই পারেন ৷ এই নিয়ে বাক-বিতণ্ডা চলার পর গাড়ি থেকে নেমে কল্যাণী হাইওয়ের কাছে অবস্থান বিক্ষোভে বসে পড়েন লকেট ৷
বৃহস্পতিবার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া বাজারে হনুমান জয়ন্তীর পুজোয় অংশগ্রহণ করতে দুপুর আড়াইটে নাগাদ বিজেপি কার্যালয় থেকে বেরিয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ কিন্তু বাঁশবেড়িয়া বোরোপাড়া মোড়ে তাঁর গাড়ি আটকায় পুলিশ ৷ তাঁকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে, তিনি হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না ৷ এই কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন হুগলির সাংসদ ৷
তাঁকে কেন আটকানো হচ্ছে, পুলিশের কাছে তা জানতে চান লকেট ৷ তিনি বলেন যে, তিনি বহিরাগত নন ৷ তিনি এলাকারই সাংসদ ৷ তাই এলাকার কোনও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হলে সেখানে যেতে তাঁকে বাধা দেওয়া যায় না ৷ যদিও তাঁর এই দাবি মানতে চায়নি পুলিশ ৷ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিইবি নিমাই চৌধুরী জানান, লকেট চট্টোপাধ্যায় বহিরাগত হওয়ায় তাঁকে হনুমান জয়ন্তীর মিছিলে যোগ দিতে বাধা দেওয়া হয় ৷ হাইকোর্টের নির্দেশ মেনেই পুলিশ যাবতীয় পদক্ষেপ করেছে বলে দাবি করেন ওই পুলিশ কর্তা ৷