পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি পোস্ত চাষ রুখতে অভিযান - অভিযান

বেআইনি পোস্ত চাষ রুখতে পুলিশের অভিযান৷ হুগলির গোঘাটে অভিযান চালিয়ে দু’টি গ্রামে কয়েক বিঘা জমির বেআইনি পোস্ত গাছ নষ্ট করা হল৷

wb_hgl_goghat posto dammage_WBC10012
বেআইনি পোস্ত চাষ রুখতে অভিযান

By

Published : Feb 11, 2021, 9:49 PM IST

হুগলি, 11 ফেব্রুয়ারি: বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালাল হুগলির গোঘাট থানার পুলিশ৷ এই এলাকার আনুর ও আকতপুর গ্রামে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালানো হয়৷

আরও পড়ুন:পোস্তয় মেশানো হচ্ছে পাখির খাবার!


গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে এলাকায় অভিযান চালায় গোঘাট থানার পুলিশ৷ বেআইনি পোস্ত গাছগুলি নষ্ট করতে জমিতে নামানো হয় র‍্যাফ৷ ঘটনায় বেজায় ঘাবড়ে যান এলাকাবাসী৷

পুলিশ সূত্রে খবর, এদিন দু’টি গ্রামে হানা দিয়ে বেশ কয়েক বিঘা জমির বেআইনি পোস্ত গাছ নষ্ট করা হয়৷ তবে কাদের জমিতে অভিযান চালানো হয়, তা খোলসা করেনি পুলিশ৷

ABOUT THE AUTHOR

...view details