রিষড়া, 4 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রবিবার যে অশান্তি ছড়িয়েছিল হুগলির রিষড়ায়, সোমবারও তার জেরে দুষ্কৃতী তাণ্ডব দেখেছে এই এলাকা ৷ ঘটনায় ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ রবিবার সন্ধ্যার ঘটনার পর সোমবার রাতে ওই একই অঞ্চলে ফের কীভাবে ওই উত্তেজনার সৃষ্টি হল তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী ৷ ঘটনার জেরে মঙ্গলবারও থমথমে রয়েছে এলাকা ৷ চলছে পুলিশের নাকা চেকিং, টহল ৷ কয়েকটি এলাকায় দোকান বাজার খুললেও, যান চলাচল করলেও চেনা স্বাভাবিক ছন্দে এখনও ফিরতে পারেনি রিষড়ার কয়েকটি এলাকা ৷ আতঙ্ক দানা বেঁধে আছে এলাকাবাসীর মনে ৷
হাওড়া শিবপুরের মত হুগলির রিষড়ার আইন-শৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী জেলা ও কমিশনারেট এলাকা থেকে আনা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী । রয়েছে কমব্যাট ফোর্স ৷ তবে রিষড়ার ঘটনা নিয়ে পুলিশ যে তদন্ত শুরু করেছে তাতে উঠে এসেছে বেশ কয়েকটি তথ্য ৷ পুলিশের উপর মহলের প্রাথমিক অনুমান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত । কারণ ঘটনার সময় পুলিশকে লক্ষ্য করে দেদার ইট বৃষ্টি শুরু হয় । আর ওই ইটের আঘাতে আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী । তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে তাঁদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল পাথর ।