পাণ্ডুয়া, 12 জুন: পান্ডুয়ার বিডিও'র সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়লেন লকেট চট্টোপাধ্যায় । পাণ্ডুয়া থানার পুলিশ হুগলির সাংসদকে বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় । এর জেরে পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেট । জানা গিয়েছে, এই বিডিও অফিসে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা নেওয়া চলছিল । রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, তার এক কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করা রয়েছে ৷ তাই পুলিশের পক্ষ থেকে কোনও গাড়িকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানেই বিডিও'র সঙ্গে দেখা করতে আসেন লকেট ৷ তাঁকে ঢুকতে বাধা দিলে তখনই অফিসার ইনচার্জ অর্ণব গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বচসা শুরু হয় তাঁর । টানা 20 মিনিট ধরে চলে সেই বচসা ৷ এরপরে লকেট চট্টোপাধ্যায়কে ঢুকতে দেওয়া হয় বিডিও অফিসে ।
এ দিন পোলবা, পাণ্ডুয়া ও বলাগরে বিডিও অফিসে মনোনয়ন জমার প্রক্রিয়া পরিদর্শনে বের হন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ পোলবায় ঘুরে পাণ্ডুয়ায় আসেন তিনি ৷ কিন্তু 144 ধারা জারি থাকায় বিডিও অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে ৷ তখন তিনি শুধু বিডিওর সঙ্গে দেখা করার কথা জানান ৷ কিন্তু তাও পুলিশ লকেটকে ঢুকতে দেয় না ৷ তাঁকে পুলিশের তরফে জানানো হয়, 144 ধারা থাকায় তারা লকেটকে ভেতরে যেতে দিতে পারবে না ৷ তখন লকেট বিডিও'র সঙ্গে ফোনে কথা বলেন । বিডিওকে জানান, তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে পাণ্ডুয়া ৷ তাই তিনি পরিদর্শনে এসেছেন ৷ বিডিও নির্দেশ দিলে লকেটকে পরে পুলিশ তাঁর সঙ্গে দেখা করতে ভেতরে ঢুকতে দেয় ৷
আরও পড়ুন:জোর করে মনোনয়ন প্রত্যাহার রুখতে নয়া নির্দেশিকা কমিশনের, জানাতে হবে কারণ