পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drug Smuggler Arrested : হেরোইন-সহ গ্রেফতার মাদক পাচারকারী, ধৃতের 14 দিনের জেল হেফাজত - হেরোইন সহ গ্রেফতার মাদক পাচারকারী

চুঁচুড়ায় মাদক-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতের কাছ থেকে 30 গ্রাম হেরোইন উদ্ধার করেছে (Police Arrests One Drug Smuggler With Heroin in Chinsurah) ৷ ধৃতকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে চুঁচুড়া আদালত ৷

Police Arrests One Drug Smuggler With Heroine in Chinsurah
Police Arrests One Drug Smuggler With Heroine in Chinsurah

By

Published : May 7, 2022, 6:19 PM IST

চুঁচুড়া, 7 মে : চুঁচুড়ায় মাদক পাচারে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷ বাঁশবেড়িয়া নারায়ণতলার বাসিন্দা বিজয় জয়সওয়ালের কাছ থেকে প্রায় 30 গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ (Police Arrests One Drug Smuggler With Heroin in Chinsurah) ৷ তাকে জেরা করে নদিয়ার পলাশির বাসিন্দা এক ব্যক্তির খোঁজ পেয়েছে পুলিশ ৷ তিনি এই মাদক পাচার চক্রের পাণ্ডা বলে জানা গিয়েছে ৷

শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে বিজয় জয়সওয়াল নামে বছর 57’র ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ তার কাছ থেকে 30 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ ৷ যার আনুমানিক বাজার মূল্য 1 লক্ষ টাকার বেশি ৷ বিজয়কে পুলিশ জেরা করে জানতে পারে, নদিয়ার পলাশি থেকে সে এই মাদক নিয়ে আসে ৷ সেখানে চাচা নামে এক ব্যক্তি এই মাদক বিক্রি করে ৷ সেই চক্রের পাণ্ডা ৷ সেই মত চুঁচুড়া থানার পুলিশ পলাশিতে অভিযান চালায় ৷ কিন্তু, পুলিশি অভিযানের খবর কোনওভাবে তার কাছে পৌঁছে যায় ৷ এর পরেই সে গা ঢাকা দেন ৷

আরও পড়ুন : drugs recovery At NJP Station: এনজিপি স্টেশন থেকে থেকে 10 কোটির মাদক উদ্ধার, গ্রেফতার 3

পুলিশ মাদকচক্রের পাণ্ডা চাচার খোঁজ জারি রেখেছে ৷ অন্যদিকে, এ দিন বিজয় জয়সওয়ালকে চুঁচুড়া আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details