পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jangipara Minor Girl Death: যৌন নিগ্রহে বাধা দেওয়াতেই মর্মান্তিক মৃত্যু ! জাঙ্গিপাড়ার ঘটনায় দাবি পুলিশের - হুগলি

হুগলির (Hooghly) জাঙ্গিপাড়ায় নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর (Jangipara Minor Girl Death) ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে তিনজনই নাবালক ৷

police arrested four accused including three teenagers in Jangipara Minor Girl Death case
Jangipara Minor Girl Death: যৌন নিগ্রহে বাধা দেওয়াতেই মর্মান্তিক মৃত্যু ! জাঙ্গিপাড়ার ঘটনায় দাবি পুলিশের

By

Published : Oct 10, 2022, 5:13 PM IST

জাঙ্গিপাড়া (হুগলি), 10 অক্টোবর: হুগলির (Hooghly) জাঙ্গিপাড়ায় নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর (Jangipara Minor Girl Death) ঘটনায় সামনে এল নয়া তথ্য ৷ পুলিশের দাবি, যৌন নিগ্রহে বাধা দেওয়াতেই মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হয় ওই কিশোরীকে ৷

সোমবার জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণের (Hooghly Rural Police) পুলিশ সুপার অমনদীপ (Shri Amandeep) ৷ তিনি জানান, এক নাবালক আত্মীয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছাত্রীর ৷ মায়ের ফোন থেকে ওই কিশোরের সঙ্গে যোগাযোগ রাখত সে ৷ ঘটনার দিন মেয়েটিকে স্থানীয় একটি বাঁশবাগানে ডেকে পাঠায় ওই নাবালক ৷ পাশেই ছিল বিরাট ঝিল ৷ সেই ঝিলের পাড়েই ওই নাবালিকাকে নিগ্রহের চেষ্টা করা হয় ৷ বস্তুত, তার উপর অত্যাচার চালানোর উদ্দেশেই মেয়েটিকে পরিকল্পনা করে সেখানে ডেকে পাঠানো হয়েছিল বলে মনে করছে পুলিশ ৷

আরও পড়ুন:জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যু, এলাকা পরিদর্শেনে বিজেপির প্রতিনিধি দল

ওই সময়ে ঘটনাস্থলের কাছেই ছিল নাবালিকার তিন বন্ধু ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিগ্রহে বাধা দেওয়াতেই মেয়েটিকে ধাক্কা মেয়ে পুকুরে ফেলে দেওয়া হয় ৷ তাতে তার পায়ে আঘাত লাগে ৷ খুব সম্ভবত, মেয়েটি সাঁতার জানত না ৷ ফলে জলে ডুবে মৃত্যু হয় তার ৷ ময়নাতদন্তের রিপোর্টেও তেমনই ইঙ্গিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷ তিনি বলেন, মেয়েটিকে যৌন নিগ্রহের কোনও প্রমাণ ময়নাতদন্তের রিপোর্টে ছিল না ৷ ঘটনাস্থল থেকে কিছু চুলের নমুনা পাওয়া গিয়েছে ৷ ইতিমধ্যে চারজনকে গ্রেফতারও করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে তিনজনই আবার নাবালক ৷ তাদের উত্তরপাড়ার সরকারি হোমে পাঠানো হয়েছে ৷ চতুর্থজনকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে সোমবার শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ কিন্তু, আদালত তাঁকে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

ময়নাতদন্তে যৌন নিগ্রহের প্রমাণ মেলেনি ৷

প্রসঙ্গত, দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হয় ওই নাবালিকা ৷ জাঙ্গিপাড়া থানায় যার জেরে নিখোঁজ ডায়ারিও করা হয় (7 অক্টোবর, 2022) ৷ তিনদিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি জলাশয়ে মেয়েটির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় ঝিলের পাশেই ছেলেদের এক জোড়া জুতো পড়ে থাকাকে কেন্দ্র করে জটিলতা বাড়ে ৷ কিশোরীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ নজরদারি চালাতে ড্রোন ব্যবহার করা হয় ৷ তদন্তের সূত্র ধরে চারজনকে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details