রিষড়া, 3 এপ্রিল:রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার রেশ এখনও অব্যাহত রিষড়ায় । নতুন করে হিংসা ছড়িয়েছে 7 নং ওয়ার্ডে ৷ ছোড়া হচ্ছে ইট-পাটকেল ৷ উত্তেজিত জনতাকে রুখতে এলাকায় নামানো হয়েছে ব়্যাফ ৷ চলছে পুলিশি টহলদারি ৷ আহত বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও অন্যান্যদের দেখতে আজ হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এ দিকে, সম্প্রীতির পরিবেশ ফেরাতে মাজারে পুজো হল গঙ্গাজল দিয়ে ৷
আজ সকালে রিষড়ার মাজারে গঙ্গাজল দিয়ে পুজো দেন রাজুপ্রসাদ সাউ । তাঁর দাবি, "এই এলাকায় আগে কোনওদিন অশান্তি ছিল না । রবিবার বহিরাগতরা এসে গন্ডগোল পাকিয়েছে । শুধু শান্তি চাই । তাই মাজারে এসে পুজো দিলাম । এখানে হিন্দু ও মুসলিম সকলে পুজো দেয় ।" স্থানীয় দোকানদার থেকে সাধারণ মানুষ - সবাই চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক ।
এখনও থমথমে হয়ে রয়েছে গোটা রিষড়া ৷ এলাকায় শান্তি বজায় রাখতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর । এ ছাড়াও শ্রীরামপুর থেকে মাহেশ হয়ে রিষড়া যাওয়ার পথে জিটি রোডে নাকা চেকিং করছে চন্দননগর পুলিশ কমিশনারেট । প্রতিটি গাড়ি ও বাইক নাকা চেকিং করে তবেই রিষড়ার দিকে পাঠানো হচ্ছে । ব্যাগ, গাড়ির ডিকি-সহ সব কিছুই চেক করা হচ্ছে । যাতে আর কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ।