পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্তের মৃতদেহ সৎকারস্থান পরিদর্শনের গিয়ে বিক্ষোভের মুখে BDO - কোরোনা আক্রান্ত

গত বুধবার মহানাদে একটি কোরোনা মৃতদেহ দাহ করে প্রশাসন । তারপরই সোয়াখালের নির্জন এলাকায় কোরোনা আক্রান্ত মৃতের দেহ সৎকারের জন্য নির্দিষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয় । আজ সেখানে পরিদর্শনে যান প্রশাসনের কর্তারা ।

বিক্ষোভের মুখে পোলবা BDO
বিক্ষোভের মুখে পোলবা BDO

By

Published : Aug 14, 2020, 10:41 PM IST

পোলবা, 14 অগাস্ট : কোরোনায় মৃতের দেহ সৎকারের জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক আধিকারিকরা । BDO, পুলিশ, সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী ৷ পোলবার সোয়াখাল ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা ।

বুধবার মহানাদে একটি কোরোনায় মৃতদেহ দাহ করে প্রশাসন । তারপরই সোয়াখালের নির্জন এলাকায় কোরোনা আক্রান্ত মৃতের দেহ সৎকারের জন্য নির্দিষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয় । আজ সেখানে পরিদর্শনে যান প্রশাসনের কর্তারা।

গতকাল গ্রামবাসী জানতে পারে, রাতের অন্ধকারে দাহ করা হয়েছে মৃতদেহ । এরপরই ক্ষোভ দানা বাঁধতে শুরু করে । আজ দুপুরে পোলবা-দাদপুর BDO সন্তু দাস, জয়েন্ট BDO, পঞ্চায়েত সমিতির সভাপতি, পোলবা থানার পুলিশ এলাকায় গেলে পোলবা গ্রাম পঞ্চায়েতের লোক হাজির হয় সেখানে । পুলিশ প্রশাসনের লোকদের ঘিরে বিক্ষোভ শুরু হয় ।

বিক্ষোভের মুখে পোলবা BDO

পোলবা BDO সন্তু দাস বলেন, ‘‘এখানে কোরোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করা হয়েছিল । তারপর থেকে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় । আমরা স্থানীয়দের জানিয়েছি, কোনও সমস্যা থাকলে লিখিত অভিযোগ করুন । কোনওরকম অসুবিধা থাকলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব । একসঙ্গে সহমত না হলে কোন কিছুই হবে না ৷’’

গ্রামবাসীরা BDO-কে লিখিত অভিযোগ জমা দেয় ৷ BDO-র আশ্বাস পেয়ে গ্রামবাসীরা শান্ত হন । পরে পোলবা দাদপুরের তৃণমূলের ব্লক সভাপতি ও পোলবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেন হালদারের বাড়িতে চড়াও হয় স্থানীয়দের একাংশ ।

ABOUT THE AUTHOR

...view details