পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশুকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার দাদু - যৌন নির্যাতন

তারকেশ্বর থানার তরফে জানা গেছে, ওই শিশু তার দাদুর সঙ্গে থাকত । মা থাকত মামাবাড়ি । প্রথমে মায়ের কাছেই থাকত শিশুটি ৷ কিন্তু, স্কুলে ভরতি করানোর জন্য দাদু তাকে নিজের কাছে নিয়ে যায় ৷ অভিযোগ, সেই থেকে দিনের পর দিন শারীরিক নিগ্রহ করা হয় শিশুটিকে ৷ বাড়িতে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ৷

tarakeswar_child sexual abuse
ছবিটি প্রতীকী

By

Published : Dec 19, 2019, 1:01 PM IST

তারকেশ্বর, 19 ডিসেম্বর : নাতনিকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে । হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার ঘটনা । তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর মা ৷ শ্বশুরের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷

তারকেশ্বর থানার তরফে জানা গেছে, ওই শিশু তার দাদুর সঙ্গে থাকত । মা থাকত মামাবাড়ি । প্রথমে মায়ের কাছেই থাকত শিশুটি ৷ কিন্তু, স্কুলে ভরতি করানোর জন্য দাদু তাকে নিজের কাছে নিয়ে যায় ৷ অভিযোগ, সেই থেকে দিনের পর দিন শারীরিক নিগ্রহ করা হয় শিশুটিকে ৷ বাড়িতে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ৷

এপ্রসঙ্গে শিশুটির মা বলেন, "রবিবার মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ও ৷ যন্ত্রণায় কাতরাতে থাকে ।
প্রথমে কিছু বলতে চাইছিল না । তারপর চাপ দেওয়ার পর সমস্ত ঘটনা আমাকে খুলে বলে । আমরা তখনই ওকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাই । ওখানকার ডাক্তার জানান, শিশুটি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে । আমরা থানায় অভিযোগ দায়ের করেছি । আমি চাই শ্বশুরের শাস্তি হোক ।"

গতকাল বিকেলে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা । অভিযোগের ভিত্তিতে গতরাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details