পাণ্ডুয়া, 25 মে : যশের প্রকোপ থেকে রক্ষা পেতে পাণ্ডুয়ার নিয়াল প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে । আপাতত কাঁচা বাড়ির 25 টি পরিবারকে সেখানে রাখা হয়েছে । ঝড়ের গতিপ্রকৃতি স্পষ্ট না হলেও আমফানের পর জেলা প্রশাসন থেকে পাণ্ডুয়া ব্লক প্রশাসন সদা তৎপর ।
জেলাশাসক জানিয়েছেন, প্রতিটি ব্লকে দশটি করে অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে । জেলা সহ মহকুমা ও ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে । ঝড়ে ক্ষতি হতে পারে এমন বাড়িতে বসবাসকারীদের আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে ।
যশের আতঙ্কে পাণ্ডুয়ার ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে মানুষজন আরও পড়ুন :সন্দেশখালিতে নদী তীরবর্তীদের সরানো হল নিরাপদ স্থানে
এ বিষয়ে পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা বলেন, প্রতিটা পঞ্চায়েতে একটি করে ত্রাণশিবির খোলা হয়েছে । ব্লক প্রশাসনের পক্ষ থেকে চারটি ত্রাণশিবির খোলা হয়েছে । ঝড়ে গাছ পড়ে গেলে তা দ্রুত কেটে ফেলতে প্রতিটা পঞ্চায়েতে পাঁচজন করে লোক নিয়োগ করা হয়েছে । প্রতিটি পঞ্চায়েতের প্রধানদের খাবার ও শিশুদের দুধের ব্যবস্থা করা সহ 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে । সিভিল ডিফেন্সের কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে । অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে প্রতিটা পঞ্চায়েত ও ব্লকে । অসুবিধায় পড়লে ব্লক কন্ট্রোল রুমে 9073939599 এই নম্বরে ফোন করলে সাহায্য করা হবে ।