কলকাতা, 23 মার্চ : লক ডাউন শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় ক্রেতাদের ৷ কোরোনা সংক্রমণের সতর্কতা সত্ত্বেও লাইন দিয়ে বাজার করতে দেখা গেল সাধারণ মানুষকে ৷ সরকারি নির্দেশিকা রীতিমতো অমান্য করে বাজারের দোকানগুলির সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ৷ চন্দননগরের লক্ষ্মীগড় বাজারে আজ এই ছবি ধরা পড়ল ৷
নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে সকাল থেকেই দোকানগুলির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ক্রেতাদের ৷ তাদের বক্তব্য, সরকার লক ডাউন ঘোষণা করেছে ৷ তাই এক সপ্তাহের খাবার মজুত করতে বাজারে ভিড় করেছেন ৷ স্থানীয় এক বাসিন্দা বলেন, "কিছু তো করার নেই ৷ বাজার না করলে খাব কী ? বাড়িতে বাচ্চা রয়েছে ৷ বয়স্ক রয়েছেন ৷ তাঁদের তো আর বাজারে পাঠাতে পারব না ৷ " অপর এক ক্রেতা বলেন, "সচেতন ৷ কিন্তু বিকেল 4টের পর তো অনেকটাই বন্ধ হয়ে যাবে ৷ সবজি, মাছ হয়তো পাওয়া যাবে না ৷ তাই বাজার করতে বাধ্য হচ্ছি ৷ যাতে কিছুটা অন্তত স্টক করে রাখতে পারি ৷ এছাড়া তো আর কোনও রাস্তা নেই ৷ সরকার পরিস্থিতি অনুযায়ী ঠিকই বলছে ৷ কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে ৷ সেই জন্য বাধ্য হয়েই বাজার করতে হচ্ছে ৷ " অন্য আরও একজন ক্রেতা বলেন, "এটুকু তো রিস্ক নিতেই হবে ৷ এবার বাড়ি গিয়ে যতটুকু ফ্রেশ হয়ে ঢোকা যায় ৷ "