পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

No Doctor Present in Hospital : হাসপাতালে নেই চিকিৎসক! মৃতদেহ নিয়ে দু'ঘণ্টা অপেক্ষা পুলিশের

হাসপাতালে নেই চিকিৎসক ৷ অভিযোগ, চিকিৎসক শুভঙ্কর ঘোষ প্রায় দু'ঘণ্টা ছিলেন না হাসপাতালে (patients waited for two hours as No doctor present) ৷ যার কারণে হাসপাতলের জরুরি বিভাগে অপেক্ষারত শিশু-সহ বেশ কয়েকজন রোগী ৷ পাশাপাশি দুর্ঘটনায় মৃতদেহ নিয়ে পুলিশকেও অপেক্ষা করতে হল ৷

No doctor present in hospital
হাসপাতালে নেই চিকিৎসক

By

Published : Apr 16, 2022, 1:12 PM IST

তারকেশ্বর, 16 এপ্রিল :চিকিৎসকহীন হাসপাতাল ! দুর্ঘটনায় মৃতদেহের ডাক্তারি পরীক্ষা করাতে এসে পুলিশকে অপেক্ষা করতে হল দু'ঘণ্টা (patients waited for two hours as No doctor present)। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর আত্মীয়দের অভিযোগ, শুক্রবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত হাসপাতালে কোনও চিকিৎসকই ছিলেন না। তাঁরা বারবার চিকিৎসকের খোঁজ করলে হাসপাতালের কর্মীরা জানান, চিকিৎসক হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীদের চিকিৎসা করছেন ৷ কিন্তু আদৌ কোনও কর্তব্যরত চিকিৎসকই ছিলেন না বলে অভিযোগ তাঁদের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাত্রিকালীন কর্তব্যরত চিকিৎসকের নাম শুভঙ্কর ঘোষ। প্রায় দু'ঘণ্টা তিনি হাসপাতালে ছিলেন না । অন্যদিকে, হাসপাতলের জরুরি বিভাগে একজন শিশু-সহ বেশ কয়েকজন রোগী চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন। প্রায় দু'ঘণ্টা পর তিনি হাসপাতলে আসেন।

আরও পড়ুন :শান্তিপুরে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙচুর

ঠিক ওইসময় একটি দুর্ঘটনায় মৃতদেহের ডাক্তারি পরীক্ষা করতে এসে অপেক্ষা করতে হয় তারকেশ্বর থানার পুলিশ কর্মীদের। রোগীর আত্মীয়দের অভিযোগ, হাসপাতাল ছেড়ে চিকিৎসক শুভঙ্কর ঘোষ কোনও নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন ৷ হাসপাতাল থেকে ফোন করার পর তিনি তড়িঘড়ি হাসপাতালে আসেন। যদিও চিকিৎসক শুভঙ্কর ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ৷

তিনি জানান, তিনি হাসপাতালেই ছিলেন। রাত দশটার পর তিনি তাঁর মায়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। হাসপাতালের সিসিটিভি ক্যামেরা দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

ABOUT THE AUTHOR

...view details