পাণ্ডুয়া, 20 অক্টোবর : রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ৷ এই ইশুতে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা ৷ মৃতার নাম নমিতা দাস ৷ তিনি পাণ্ডুয়া বোসপাড়ার বাসিন্দা ৷ ছেলের বিয়ে আজ৷ তাই গতকাল ঘর পরিষ্কারের তদারকি করছিলেন তিনি ৷ আচমকাই বিষাক্ত কোনও কিছু কামড়ায় তাঁকে ৷ যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি ৷ নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ যন্ত্রণার উপশম করতে ইঞ্জেকশন দেওয়া হয় তাঁকে ৷ বাড়িতে ফিরে যেতে বলা হয় ৷
রোগী মৃত্যুতে গাফিলতির অভিযোগ, তপ্ত পাণ্ডুয়ার হাসপাতাল - পাণ্ডুয়ো হাসপাতাল
পাণ্ডুয়ার হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনল এক রোগিণীর পরিবার ৷ হাসপাতালের ভুল চিকিৎসায় মৃত্যু, দাবি পরিবারের ৷
বাড়িতে গেলে ফের যন্ত্রণা শুরু হয় ৷ হাসপাতালে নমিতাকে নিয়ে আসা হলে মারা যান তিনি ৷ এরপরই শুরু হয় বিক্ষোভ৷ ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ রোগীর পরিবারের অভিযোগ, কী কারণে নমিতা যন্ত্রণা পাচ্ছিলেন, তা বুঝতে পারেননি চিকিৎসকরা ৷ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি ৷ ভুল চিকিৎসায় মারা গিয়েছেন তিনি ৷
মৃতার স্বামী ভরত দাসের অভিযোগ, ''ECG-র জন্য আমার থেকে 150 টাকা চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কিন্তু ওঁর হৃদযন্ত্রে কোনওরকম সমস্যা ছিল না ৷ চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা করেননি৷''