পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rail Accident in Baidyabati: বৈদ্যবাটিতে ট্রেন থেকে পড়ে আহত ব্যক্তি, রেলের গাফিলতির বিরুদ্ধে বিক্ষোভ যাত্রীদের - Rail Accident in Baidyabati

বৈদ্যবাটিতে ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীকে রেলের তরফে কেউ উদ্ধার করতে না আাসায় বিক্ষোভ স্থানীয়দের ৷ গেট ম্যানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ যাত্রীদের ৷ ঘটনার জেরে ওই শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল ৷

Rail Accident in Baidyabati
ট্রেন দুর্ঘটনা

By

Published : Jul 14, 2023, 4:08 PM IST

ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার না করায় বিক্ষোভ যাত্রীদের

বৈদ্যবাটি, 14 জুলাই:বৈদ্যবাটি রেলগেটে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক পুরুষ যাত্রী । এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ফেটে পড়েন অন্যান্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভের জেরে ওই শাখায় বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল । শুক্রবার সকাল 6টা 40 নাগাদ ঘটনাটি ঘটে ৷ বিক্ষোভের জেরে আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে দুটি ট্রেন ৷ এর ফলে বিভিন্ন লোকাল ও দূরপাল্লার ট্রেন অন্যান্য ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে আটকে পড়ে । আহত অবস্থায় ওই যাত্রী বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকে । পরে খবর দেওয়া হয় রেল পুলিশকে ৷ তারা এসে আহতকে হাসাপাতালে নিয়ে যায় ৷

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জগা সর্দার বলেন, "আপ ও ডাউন লাইনের মাঝে এক যাত্রী পড়েছিলেন । সব দেখেও কেবিন ম্যান পুলিশকে খবর দেয়নি । চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ায় কেউ যাত্রীর উদ্ধারে এগিয়ে আসতে পারেনি । আধ ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ এসে ট্রেন চলাচল স্বাভাবিক করে ।"

যাত্রীদের অভিযোগ, ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করতে গেটম্যান পুলিশকে খবর দেননি ৷ সেই কারণে ট্রেন আটকে তাঁর ঘরের সামনে বিক্ষোভ দেখান যাত্রীরা । পরে ওই যাত্রীকে তুলে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল নিয়ে যাওয়া হয় । রেল পুলিশের আশ্বাসে স্থানীয় যাত্রীরা বিক্ষোভ তুলে নেয় । তবে এই ঘটনায় জেরে শুধু ট্রেন নয়, বিভিন্ন যানবাহন আটকে যায় ওই এলাকায় । এই পথে বৈদ্যবাটি রেলগেট পরে । তাই রেলগেট দিয়ে পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ৷ বিক্ষোভের ফলে টানা আধ ঘণ্টা রেল গেট বন্ধ থাকে । সমস্যায় পড়েন স্থানীয়রা ৷

আরও পড়ুন:রেল ইয়ার্ড থেকে ট্রেনে ওঠার চেষ্টা ! রেল পুলিশের হাতে আটক যাত্রীরা

তবে ওই আহত যাত্রীর এখনও কোনও পরিচয় জানা যায়নি । কীভাবে ট্রেন থেকে পড়ে গেলেন ওই ব্যক্তি তা ক্ষতিয়ে দেখা হচ্ছে ৷ কেউ ওই ব্যক্তিকে ঠেলে ট্রেন থেকে ফেলে দিয়েছে কি না, প্রশ্ন উঠছে ৷ এছাড়াও ভিড়ের ঠেলায় ব্যক্তি ট্রেন থেকে পড়ে যেতে পারে বলে আশংকা করছে রেল পুলিশ ৷ তবে সবই তদন্ত সাপেক্ষ ৷ রেল পুলিশ তদন্ত করছে ৷

ABOUT THE AUTHOR

...view details